নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে হার বাঁচালেও, সিরিজে হার বাঁচাতে পারল না শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টে জয়ের সুবাদে সিরিজে ১-০ জয় পেল বিরাট কোহলির দল। এই নিয়ে টানা ৯টি সিরিজ জয়ের নজির গড়ল ভারত। এর আগে এই নজির ছিল শুধু ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। ১৮৮৪ থেকে ১৮৯১-৯২ এর মধ্যে টানা ৯টি সিরিজ জিতেছিল ইংল্যান্ড। অন্যদিকে, অস্ট্রেলিয়া ২০০৫ থেকে ২০০৮-এর মধ্যে এই কৃতিত্ব অর্জন করেছিল। এবার ভারতও একই নজির গড়ল। বিরাটদের বিজয় অভিযান শুরু হয়েছিল ২০১৫-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে। এরমধ্যে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়ার পর ফের শ্রীলঙ্কার বিরুদ্ধেই টেস্ট সিরিজ জিতল ভারত। 


এই টেস্টে প্রথম ইনিংসে অধিনায়কের ২৪৩ ও মুরলী বিজয়ের ১৫৫ রানের সুবাদে ৭ উইকেটে ৫৩৬ রান করে ডিক্লেয়ার করে দেয় ভারত। জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ৩৭৩ রানে। শতরান করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও অধিনায়ক দীনেশ চান্দিমল। দ্বিতীয় ইনিংসে ভারত ৫ উইকেটে ২৪৬ রান তুলে ৪০৯ রানে এগিয়ে থেকে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। গতকাল চতুর্থ দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। আজ পঞ্ম দিনের শুরুতেই আঘাত হানেন রবীন্দ্র জাদেজা। অ্যাঞ্জেলো ম্যাথিউজকে তুলে নেন তিনি। গতকালের স্কোরের সঙ্গে আর চার রান যোগ হওয়ার পর ৩৫ রানে চতুর্থ উইকেট খোয়ায় শ্রীলঙ্কা। গতকালই ২ উইকেট পেয়েছিলেন জাদেজা। আজ আরও একটি উইকেট পান। শ্রীলঙ্কার পঞ্চম উইকেট পড়ে ২০৫ রানে। কিন্তু এরপর আর কোনও উইকেট নিতে পারেননি ভারতের বোলাররা। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৯৯ রান হওয়ার পর ম্যাচ ড্র হয়ে যায়। ধনঞ্জয় ডি সিলভা ১১৯ রান করে চোট পেয়ে অবসৃত হন। রোশন সিলভা ৭৪ ও নিরোশন ডিকওয়েলা ৪৪ রানে অপরাজিত থাকেন।