নয়াদিল্লি:শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ ৫-০ জয়ী হয়েছে ভারত। পঞ্চম ম্যাচে গত শনিবার এমন একটি ঘটনা ঘটেছে, যা হয়ত অনেকের নজর এড়িয়ে গিয়েছে। চতুর্থ উইকেটে অধিনায়ক বিরাট কোহলি ও কেদার যাদবের ১০৮ রানের পার্টনারশিপ শ্রীলঙ্কার ক্ষীণ আশাটুকুও গুঁড়িয়ে দেয়। তবে জয়ের জন্য যখন মাত্র ২ রান বাকি তখন আউট হয়ে যান কেদার। ক্রিজে আসেন মহেন্দ্র সিংহ ধোনি। বড় শট মেরে ম্যাচ ফিনিশ করার জন্য খ্যাতি রয়েছে ধোনির। কিন্তু রবিবার বড় শট মারার ধারপাশ দিয়ে গেলেন না। একটা সিঙ্গল নিয়ে চলে গেলেন নন স্ট্রাইকিং প্রান্তে। সেখানে পৌঁছে কোহলির দিকে তাকিয়ে একটু হাসলেন। কোহলিও বুঝে গেলেন তাঁর প্রাক্তন অধিনায়কের সৌজন্য বার্তা। তিনিও ধোনির দিকে তাকিয়ে হাসলেন। দুজনের কোনও কথা হয়নি। কিন্তু সবমিলিয়ে বার্তা ছিল খুব স্পষ্ট। ধোনি চাইছিলেন, ম্যাচের উইনিং শটটা আসুক কোহলির ব্যাট থেকেই। ম্যাচে সেঞ্চুরি করেছিলেন কোহলি। উইনিং শটটা ধীরেসুস্থে খেললেন তিনি। দেখুন ভিডিও-