নয়াদিল্লি: ভারতীয় পুরুষ ক্রিকেটারদের (Indian Men Cricketers) সম্পূর্ণভাবে অবসর গ্রহণের আগে বিদেশি লিগে খেলার অনুমতি দেয় না ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই (BCCI)। তবে সেই নিয়ম বদলাতে চলেছে। রিপোর্ট অনুযায়ী বিসিসিআই এবার থেকে বিদেশি টি-টোয়েন্টি লিগে ভারতীয় তারকাদের খেলার ছাড়পত্র দিতে চলেছে বলেই খবর।
আইপিএল ফ্রাঞ্চাইজিদের চাপ
সদ্যই দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে ছয়টি দলই কিনেছে আইপিএল (IPL) ফ্রাঞ্চইজিগুলি। এমনিতেই বরাবরই ভারতীয় ক্রিকেটারদের চাহিদা সবসময়ই তুঙ্গে। তবে অতীতে ভারতীয় খেলোয়াড়দের ছাড়পত্র দেওয়া না হলেও, এবার বিদেশি লিগে মূলত আইপিএল ফ্রাঞ্চাইজিদের চাপে পড়েই হয়তো ক্রিকেটারদের ছাড়পত্র দিতে চলেছে বিসিসিআই। এক বিসিসিআই আধিকারিক জানান এই বিষয়ে আসন্ন সাধারণ সভায় বোর্ড আলোচনা করবে।
তবে বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ হিসাবে গণ্য হওয়া আইপিএলের জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ হল বিরাট কোহলি বা রোহিত শর্মাদের কেবলমাত্র এই লিগেই খেলতে দেখা যায়। সেক্ষেত্রে বিদেশি লিগে মহাতারকারা খেললে, আইপিএলের জনপ্রিয়তায় ভাটা পড়বে না? এই বিষয়ে ওই আধিকারিকের দাবি, 'ভারতীয় খেলোয়াড়দের জন্যই আইপিএল এত জনপ্রিয় সেটা ভুললে চলবে না। একমাত্র এই লিগেই তাদের খেলতে দেখায় যায়। বিদেশি লিগে ভারতীয় তারকারা খেললে আইপিএলের জনপ্রিয়তা কমতে পারে। তবে যেসব খেলোয়াড়রা তেমন বেশি জনপ্রিয় নন, বা দলে সুযোগ পাওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই, তাদের ছাড়পত্র দেওয়া হতে পারে।'
বিরাটরা ছাড়পত্র পাবেন?
অর্থাৎ ভারতীয় খেলোয়াড়রা ছাড়পত্র পেলেও, বিরাট কোহলি বা রোহিত শর্মাদের বিদেশি লিগে খেলতে দেওয়া হবে না। তবে এই নিয়ম খালি ভারতীয় পুরুষ ক্রিকেটারদের জন্যই সীমাবদ্ধ। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনাদের মতো ভারতীয় মহিলা ক্রিকেটাররা কিন্তু দ্য হ্যান্ড্রেড বা বিবিএলের মতো টি-টোয়েন্টি লিগে বহু আগে থেকেই খেলছেন।
আরও পড়ুন: ২০২৩ বিশ্বকাপের পরই ওয়ান ডে থেকে অবসর নিতে পারেন হার্দিক পাণ্ড্য!