১০০ ওভার নষ্ট হল! বৃষ্টিই ভিলেন, বললেন কুম্বলে
Web Desk, ABP Ananda | 04 Aug 2016 01:12 PM (IST)
কিংস্টন: ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রস্টন চেসের ম্যাচ বাঁচানো শতরানের প্রশংসা করলেও, জামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার জন্য বৃষ্টিতে ১০০ ওভারেরও বেশি খেলা না হওয়াকেই দায়ী করছেন ভারতের প্রধান কোচ অনিল কুম্বলে। ম্যাচ ড্র হওয়ার পর কুম্বলে বলেছেন, ‘আমরা এই টেস্ট জিততে চেয়েছিলাম। চতুর্থ দিন আমরা দারুণ জায়গায় ছিলাম। আমরা আরও বেশি সময় বল করতে পারলে হয়তো খেলার ফল অন্যরকম হতে পারত। কিন্তু এই টেস্টে বৃষ্টির জন্য ১০০ ওভারেরও বেশি নষ্ট হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেই হবে। ওরা যেভাবে নিজেদের ব্যাটিং দক্ষতা প্রয়োগ করেছে, তার প্রশংসা করতেই হবে।’ ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার চেস জীবনের দ্বিতীয় টেস্টেই চাপের মুখে অপরাজিত ১৩৭ রান করে ম্যাচ বাঁচিয়ে দিয়েছেন। তাঁর এই ইনিংসের প্রশংসা করে কুম্বলে বলেছেন, বেশিরভাগ সময়ই রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও, প্রয়োজন অনুযায়ী আক্রমণও করেছেন চেস। ভারতীয় বোলারদের হতাশাগ্রস্ত করে দিয়েছেন এই ব্যাটসম্যান। চেস ছাড়াও জারমেইন ব্ল্যাকউড, জেসন হোল্ডার, শেন ডাউরিচেরও প্রশংসা করেছেন কুম্বলে। তৃতীয় টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজের শেষ পাঁচ জন ব্যাটসম্যানকে আউট করার কৌশল নিয়ে তাঁরা আলোচনা করবেন বলেও জানিয়েছেন ভারতের কোচ। জামাইকায় তৃতীয় ও চতুর্থ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল। সে কথা মাথায় রেখে কি ভারত দ্রুত রান তোলার চেষ্টা করতে পারত? এই প্রশ্নের জবাবে কুম্বলে বলেছেন, আবহাওয়ার পূর্বাভাস দেখে খেলা যায় না। তৃতীয় দিন এক ফোঁটা বৃষ্টি হয়নি। চতুর্থ দিন বৃষ্টি হয়েছে। ভারতীয় দল এই টেস্টে একবারই ব্যাট করতে চেয়েছিল। তাই বেশি রানের লিড নিয়েই তাঁরা ইনিংস ডিক্লেয়ার করেছেন। তাঁদেরই ম্যাচ জেতা উচিত ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা অসাধারণ খেলে ম্যাচ বাঁচিয়ে দিয়েছেন। আশা করা যায় পরের টেস্টে ভারতের বোলাররা অন্য কৌশল অবলম্বন করবেন।