পোর্ট অফ স্পেন: ভারত-ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে কিছুটা লড়াই দেখতে পাওয়া গেল ক্যারিবিয়ান শিবিরের থেকে। প্রথম ইনিংসে ভারতের ৪৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৮৬/১। একমাত্র ফিরে গিয়েছেন ওপেনার ট্যাগেনারিন চন্দ্রপল। তবে ক্রিজে আছেন দলের অধিনায়ক ও দ্বিতীয় ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ক্রিক ম্যাকেঞ্জি। 


ভারতীয় দল প্রথম ইনিংসে ৪২৮ রানে অল আউট হয়ে যায়। বিরাট কোহলি ১২১ রানের ইনিংস খেলেন ১১টি বাউন্ডারির সাহায্যে। রবীন্দ্র জাডেজা দুরন্ত ৬১ রানের ইনিংস খেলেন ৫টি বাউন্ডারির সাহায্যে। ঈশান কিষাণ ২৫ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। লোয়ার অর্ডারে রবিচন্দ্রন অশ্বিনও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অশ্বিন আগ্রাসী ছন্দে ব্যাটিং শুরু করেন। তিনি নিজের কেরিয়ারের ১৪তম অর্ধশতরানও হাঁকিয়ে ফেলেন। তবে শেষমেশ কিমার রোচের বলে বড় শট মারতে গিয়েই ৫৬ রানে আউট হন তিনি।


জবাবে ব্যাট করতে নেমে ক্রেইগ ব্রেথওয়েট ও ট্যাগেনারিন চন্দ্রপল মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। নতুন বলে ভারতী পেস অ্যাটাক অবশ্য সাফল্য পায়নি গতকাল। জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ দুজনকেই সাবলীলভাবেই সামলে নিয়েছিলেন উইন্ডিজ ওপেনাররা। এই ম্যাচেই অভিষেক হওয়া মুকেশ কুমার গতকাল মাত্র ৪ ওভার বল করে ১০ রান খরচ করলেও কোনও সাফল্য পাননি। অবশেষে রবীন্দ্র জাডেজা এসে ওপেনিং জুটি ভাঙেন। ট্যাগেনারিন চন্দ্রপল ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করে ফেরেন। জাডেজার বলে অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ম্যাকেঞ্জি ১৪ রানে ও ব্রেথওয়েট ৩৭ রানে অপরাজিত থাকেন। 






এর আগে প্রথম দিনে দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা ভারতের হয়ে শুরুটা দারুণভাবে করেন। দুই ওপেনার ১৩৯ রান যোগ করেন। রোহিত ও যশস্বী উভয়েই অর্ধশতরান করেন। রোহিত ৮০ রান করেন, যশস্বী ৬১ রানে সাজঘরে ফেরেন। তবে দুর্দান্ত শুরুর পর ভারতীয় দল পরপর চার উইকেট হারিয়ে খানিকটা বিপাকেই পড়ে গিয়েছিল। শুভমন গিল (১০) ও অজিঙ্ক রাহানে (৮) অল্প রানেই সাজঘরে ফেরেন। সেখান থেকে কোহলি ও জাডেজার ১৫৯ রানের পার্টনারশিপই ভারতকে বড় রান তুলতে সাহায্য করে।