চেন্নাই: রিকি পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল যেভাবে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে দাপট দেখিয়েছিল, চলতি বিশ্বকাপে সেভাবেই দাপট দেখা যাবে ভারতীয় দলের। এমনই আশা প্রকাশ করলেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি।
চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও জয় পেয়েছে ভারতীয় দল। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। তার আগে দুই স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলের প্রশংসা করে অশ্বিন বলেছেন, ‘চাহল ও কুলদীপ বেশ কিছুদিন ধরেই ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। চাহল বিশ্বকাপেও ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। এখন বেশি অফস্পিনারকে খেলতে দেখা যাচ্ছে না। খেলা বদলে গিয়েছে। বেশিরভাগ ক্রিকেটারই ডান হাতে ব্যাট করে। ফলে বাঁহাতি স্পিনারের প্রয়োজন বেড়ে গিয়েছে। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে অফস্পিনারদের প্রয়োজন কমে গিয়েছে। তবে এবারের আইপিএল-এ আমি সবসময় অফস্পিন বোলিং করিনি।’
অশ্বিন আরও জানিয়েছেন, তিনি নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি খেলার জন্য ২৩ জুন ইংল্যান্ডে যাচ্ছেন। গত মরসুমে উরসেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন অশ্বিন।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
রিকি পন্টিংয়ের দলের মতোই এবারের বিশ্বকাপে দাপট দেখাবে ভারত, আশাবাদী অশ্বিন
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jun 2019 11:00 PM (IST)
চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও জয় পেয়েছে ভারতীয় দল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -