বিশ্বকাপের মাঝপথে বিতর্কিত এলইডি বেল বদলানো হবে না, জানিয়ে দিল আইসিসি
Web Desk, ABP Ananda | 11 Jun 2019 08:07 PM (IST)
চলতি বিশ্বকাপে অন্তত ১০ বার উইকেটে বল লাগার পরেও বেল পড়েনি।
লন্ডন: এবারের বিশ্বকাপে এলইডি বেল নিয়ে যতই বিতর্ক হোক না কেন, এ বিষয়ে নিজেদের অবস্থানে অনড় আইসিসি। আজ আইসিসি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপের মাঝপথে বেল বদল করা হবে না। চলতি বিশ্বকাপে অন্তত ১০ বার উইকেটে বল লাগার পরেও বেল পড়েনি। বিদ্যুতের তার থাকার কারণে এলইডি বেল ভারী হয়ে যাওয়ায় সহজ নড়ছে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। বেল না পড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত চার বছরে উইকেট বদলানো হয়নি। ২০১৫ সালের পুরুষদের বিশ্বকাপ থেকেই আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতাগুলিতে এই উইকেট ব্যবহার করা হচ্ছে। এক হাজারেরও বেশি ম্যাচ হয়েছে এই উইকেটে। ব্যাটসম্যানদের দুর্গ ভেদ করার জন্য একটু বেশি শক্তি দরকার।’