অ্যান্টিগা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে সহজ জয়ের পর কোনওরকম আত্মতুষ্টি যাতে দলকে গ্রাস করতে না পারে, সে বিষয়ে সতর্ক বিরাট কোহলি। তাঁর এখন লক্ষ্য ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করা।
অ্যান্টিগা টেস্ট জয়ের পর কোহলি বলেছেন, ৪-০ ফলে সিরিজ জেতার সুযোগ থাকলে তাঁরা অবশ্যই সেই চেষ্টা করবেন। পরের টেস্ট জিতে ২-০ এগিয়ে গেলে শেষ দুই টেস্টে ড্রয়ের লক্ষ্যে খেলবেন না।
অধিনায়ক হিসেবে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছেন কোহলি। ভারতের নতুন কোচ নিযুক্ত হওয়ার পর অনিল কুম্বলের এটাই প্রথম সিরিজ। সেই সিরিজের শুরুটা দুর্দান্ত হয়েছে। ইনিংস ও ৯২ রানে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিয়েছে ভারত।
এই জয়ের পর কোচের প্রশংসা করে কোহলি বলেছেন, ‘কোচ হিসেবে কুম্বলের যাত্রার শুরুটা এর চেয়ে ভাল আর হতে পারত না। দীর্ঘদিন ধরে খেলার ফলে তিনি বোঝেন, খেলোয়াড়দের কাছে জয়ের অনুভূতি কেমন। ম্যাচের পর তিনি প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন। যারা এই ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তাঁদের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। দল জেতায় তিনি দারুণ খুশি। দলের সবাই খুব খুশি।’
৩০ জুলাই থেকে জামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। সেখানে অ্যান্টিগার পারফরম্যান্স ধরে রাখাই ভারতীয় দলের লক্ষ্য।
কোচের প্রশংসা, হোয়াইট ওয়াশের লক্ষ্যে ভারত অধিনায়ক
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jul 2016 08:00 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -