‘ভাইজান’-এর গার্লফ্রেন্ড লুলিয়ার জন্মদিনের পার্টিতে প্রীতি জিন্টা!
ABP Ananda, web desk | 25 Jul 2016 04:56 AM (IST)
মুম্বই: নিজের ৩৬তম জন্মদিন পালন করলেন সলমন খানের গার্লফ্রেন্ড বলে পরিচিত লুলিয়া ভান্তুর। পার্টিতে ছিলেন লুলিয়ার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনরা। এসেছিলেন প্রীতি জিন্টাও। লুলিয়ার সঙ্গে গোটাকয়েক ছবি তুলেছেন প্রীতি, আপলোড করেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। পার্টিতে সকলে ছিলেন সলমন খানের অপেক্ষায়। তবে ‘ভাইজান’ কেন এলেন না, ঠিক বোঝা গেল না।