নয়াদিল্লি: ২০১১ সালের পর ২০২৩, ফের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতে। তার আগে ২০২১ এর চ্যাম্পিয়ন্স ট্রফিও পাচ্ছে ভারত। তবে বোর্ড সূত্রের খবর আগামী ৪ বছর ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে কোনও সিরিজ খেলবে না ভারত। এছাড়া বিসিসিআই-এর কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী আরও বলেছেন, টেস্ট খেলার যোগ্যতা অর্জনের পর ভারতের বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান। ভারতেই হবে সেই টেস্ট ম্যাচ।


আজ বিসিসিআই-এর ফিউচার ট্যুর প্রোগ্রাম ঠিক হয়েছে। জানা গিয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে ৮১টি ম্যাচ হবে, যা বর্তমানের ক্রীড়াসূচি অনুযায়ী ম্যাচের সংখ্যার চেয়ে ৩০টি বেশি। যদিও বিসিসিআই-এর দাবি, প্রতি বছর খেলার দিনের সংখ্যা কমানো হবে।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ক্রীড়াসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কোচ রবি শাস্ত্রী ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও বিরাটের সুরেই কথা বলছেন। সেই পরিস্থিতিতে এদিনের বৈঠক নিয়ে ক্রিকেটমহলের আগ্রহ ছিল। বিসিসিআই-এর নয়া সিদ্ধান্তের ফলে আগামী দিনে কী হয়, সেটাই এখন দেখার।

এদিনের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজস্থান ক্রিকেট সংস্থার উপর থেকে নির্বাসন তুলে নেওয়া হবে। জাতীয় ডোপ বিরোধী সংস্থাকে ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে বিসিসিআই।