রাজকোট: টেস্টে এক নম্বর দল ভারত রাজকোটে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে মোটেই দাপট দেখাতে পারেনি। বরং অ্যালেস্টার কুকের দলই ভারতকে চাপে ফেলে দিয়েছিল। অধিনায়ক বিরাট কোহলির বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের সুবাদে টেস্ট ড্র করেছে ভারত। ম্যাচ শেষ হওয়ার পর ভারতের অধিনায়ক স্বীকার করেছেন, বাকি চারটি টেস্টে ইংল্যান্ডকে হাল্কাভাবে নেওয়ার ভুল করবে না ভারত।

রবিবার দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে জয়ের জন্য ৪৯ ওভারে ৩১০ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। ভারতীয় দল সেই রান তাড়া করার কোনও চেষ্টা তো করেইনি, উল্টে ১৩২ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ভারত। কোহলি (৪৯ অপরাজিত) ও রবীন্দ্র জাডেজা (৩২ অপরাজিত) শেষদিকে লড়াই করে ম্যাচ ড্র করেন।

ম্যাচ শেষ হওয়ার পর দলের ফিল্ডিংয়ের তীব্র সমালোচনা করেছেন কোহলি। ইংল্যান্ডের বেশ কয়েকটি ক্যাচ পড়ায় ক্ষুব্ধ ভারত অধিনায়ক। তিনি বলেছেন, ‘এই টেস্টের প্রথম দু দিনে আমাদের পারফরম্যান্স আরও ভাল হওয়া উচিত ছিল। আমরা পাঁচটা ক্যাচ ফেলেছি। এটা হওয়া উচিত নয়। ইংল্যান্ড এমনই একটা দল, যাদের হাল্কাভাবে নেওয়া যাবে না। এই টেস্ট আমরা ড্র করতে পেরেছি। যে বিভাগে আমাদের ভুল শুধরে নেওয়া দরকার, সেটা করতেই হবে। স্বীকার করতেই হবে, ইংল্যান্ডের বোলাররা আমাদের উপর চাপ বজায় রেখেছিল।’

রাজকোট টেস্টের শুরু থেকে শেষপর্যন্ত কখনও মনে হয়নি, ভারতীয় দল ম্যাচ জয়ের জায়গায় পৌঁছে গিয়েছে। ইংল্যান্ডই সারা ম্যাচে চাপে রেখেছিল ভারতকে। দ্বিতীয় টেস্টের আগে কোহলিদের ফিল্ডিংয়ের পাশাপাশি স্পিন বোলিংয়ের দিকেও নজর দিতে হবে। টেস্টে এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন রাজকোটে মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। সিরিজ জেতার জন্য তাঁর ভাল পারফরম্যান্স জরুরি। ফলে একরাশ চিন্তা নিয়েই বিশাখাপত্তনমে যাচ্ছেন কোহলি।