২০১৭ সালে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর
Web Desk, ABP Ananda | 30 Dec 2016 12:03 AM (IST)
পোর্ট এলিজাবেথ: ২০১৭ সালের শেষদিকে অথবা ২০১৮ সালে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। সেখানে চারটি টেস্ট খেলবেন বিরাট কোহলিরা। ক্রিকেট সাউথ আফ্রিকা বৃহস্পতিবার এই ঘোষণা করেছে। তবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের দিন-ক্ষণ ঘোষণা হয়নি। ভারত ছাড়াও বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার সফরের ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। ২০১৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ। সেই সফরে দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং দুটি টি-২০ ম্যাচ খেলা হবে। ২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকায় যাবে অস্ট্রেলিয়া। সেই সফরে চারটি টেস্ট খেলা হবে। ২০১৫ সালের ডিসেম্বরে ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সফরে তিনটি টেস্টেই জিতেছিল ভারত। এবার দক্ষিণ আফ্রিকায় জয়ের চ্যালেঞ্জ বিরাটদের সামনে।