চেন্নাই: রবিচন্দ্রন অশ্বিনকে বলে আরও ফ্লাইট দেওয়ার পরামর্শ দিলেন কিংবদন্তী স্পিনার এরাপল্লী প্রসন্ন। তিনি বলেছেন, ‘কোনও সন্দেহ নেই, অশ্বিনই এখন ভারতের সেরা স্ট্রাইক বোলার। ও বিশ্বের সেরা স্পিনার। কিন্তু ও যদি ব্যাটসম্যানকে স্টেপ আউট করে ড্রাইভ করাতে না পারে, তাহলে কাজটা কঠিন হয়ে যাবে। অশ্বিন মনে করে, ও যে লেগ ব্রেক করতে পারে, সেটা অত্যন্ত কার্যকরী। কিন্তু ওর বোলিং অ্যাকশন দেখে ব্যাটসম্যান সহজেই বুঝে নিতে পারে, ও কী বল করতে চলেছে। তাই ওর আরও বেশি ফ্লাইট দেওয়া উচিত।’


ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে ২৮ উইকেট নিয়েছেন অশ্বিন। বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজাও এই সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁরও প্রশংসা করেছেন প্রসন্ন। তাঁর মতে, জাডেজা যেমন একদিক থেকে রান আটকে রাখতে পারেন, তেমনই ব্যাটসম্যানের মানসিকতা বুঝে সেই অনুযায়ী বল করতে পারেন।

জয়ন্ত যাদবকে অবশ্য টেস্টের পক্ষে উপযুক্ত স্পিনার বলে মনে করেন না প্রসন্ন। তাঁর মতে, টি-২০ বা একদিনের ম্যাচে ভাল বোলিং করতে পারেন জয়ন্ত।