পুণে: দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় টেস্টে, ইনিংস ও ১৩৭ রানে হারিয়ে বিশ্বরেকর্ড ভারতীয় ক্রিকেট দলের। ঘরের মাঠে টানা ১১ টি টেস্ট সিরিজ জয়ের নজির। টিম ইন্ডিয়া পিছনে ফেলল অস্ট্রেলিয়ার টানা ১০ সিরিজ জয়ের রেকর্ডকে।
প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬০১ রান তুলে উনিংস ডিক্লেয়ার করার পর দক্ষিণ আফ্রিকাকে ২৭৫ রানে অলআউট করে ফলো-অন করিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে উমেশ যাদব ও রবীন্দ্র জাডেজা ৩ টি করে উইকেট তুলে নেন। দক্ষিণ আফ্রিকা অল আউট হয় ১৮৯ রানে। ফলে একদিন বাকি থাকতেই ম্যাচ ইনিংস ও ১৩৭ রানে জিতে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় ভারত। ৩ ম্যাচের সিরিজে এখনও বাকি একটি টেস্ট। তৃতীয় তথা শেষ টেস্ট শুরু রাঁচিতে আগামী ১৯ অক্টোবর থেকে।
দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ১৩৭ রানে হারিয়ে জয় ভারতের, অস্ট্রেলিয়াকে সরিয়ে নয়া বিশ্বরেকর্ড বিরাটবাহিনীর
Web Desk, ABP Ananda
Updated at:
13 Oct 2019 03:28 PM (IST)
প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬০১ রান তুলে উনিংস ডিক্লেয়ার করার পর দক্ষিণ আফ্রিকাকে ২৭৫ রানে অলআউট করে ফলো-অন করিয়েছিল ভারতীয় দল।
India win during day 4 of the second test match between India and South Africa held at the Maharashtra Cricket Association Stadium in Pune, India on the 13th October 2019 Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -