কলকাতা: ইডেনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে লাঞ্চের আগেই তিনটি উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত। লাঞ্চ পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫৭ রান। চেতেশ্বর পুজারা ৩১ এবং আজিঙ্কা রাহানে ২ রানে অপরাজিত। ইনিংসের দ্বিতীয় ওভারেই ভারতীয় শিবিরে আঘাত হানেন নিউজিল্যান্ডের হেনরি। তিনি ফিরিয়ে দেন শিখর ধবন (১) কে। হেনরির পরের শিকার মুরলী বিজয়।বিজয় ৯ রান করে আউট হন। এরপর বোল্ট ফিরিয়ে দেন অধিনায়ক বিরাট কোহলিকে। কোহলিও ৯ রান করেছেন। # ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের। ভারতীয় দলে দুটি পরিবর্তন ঘটেছে।উমেশ যাদবের বদলে নেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে। লোকেশ রাহুলের জায়গায় দলে এসেছেন শিখর ধবন। উল্লেখ্য, হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। তাঁর জায়গায় স্ট্যান্ডবাই ওপেনার হিসেবে দলে এসেছেন গৌতম গম্ভীর। দুই বছর পর টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন ঘটলেও গম্ভীর চূড়ান্ত একাদশে সুযোগ পেলেন না। অন্যদিকে জ্বর হওয়ায় এই ম্যাচ খেলতে পারছেন না কিউই অধিনায়ক কেন উইলিয়ামস। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন রস টেলর। এছাড়াও ব্ল্যাক ক্যাপস দলে আরও দুটি পরিবর্তন ঘটানো হয়েছে। হেনরি নিকোলসের জায়গায় দলে এসেছেন ম্যাট হেনরি। জিতেন পটেল এসেছেন ইশ সোধির পরিবর্তে।