অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় ভারতের, কোহলির সঙ্গে মাঠে নেমে উচ্ছ্বাস প্রকাশ অনুষ্কারও
পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোহলি বলেছেন, এই টিমের অংশ হতে পারার মতো গর্বের বিষয় আর কিছু নেই। এই দলের অধিনায়কত্ব করাটা সম্মানের ব্যাপার বলেও মন্তব্য করেছেন কোহলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ্টির জন্য সিডনি টেস্ট ড্র হল। এই টেস্টে ভারতের জয় কার্যত নিশ্চিত ছিল। কিন্তু বৃষ্টির জন্য ম্যাচ ড্র হয়ে গেল।
সিরিজের সেরা হয়েছেন চেতেশ্বর পূজারা। সিরিজে ৩ সেঞ্চুরি , একটি হাফসেঞ্চুরি সহ পূজারা ৭৪.৪২ গড়ে ৫২২ রান করেছেন।
চতুর্থ টেস্টে ভারতীয় দল একটা বড় কৃতিত্বের অধিকারী হল। ৩০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে তাদের ফলো-অন করাল ভারত।
দলের জয়ের পর অধিনায়কের সহ খেলোয়াড়দের সঙ্গে অনুষ্কাকে মাঠে খেলোয়াড়দের সঙ্গে সচরাচর দেখা যায় না। এবার অনুষ্কাকে মাঠে দেখে দর্শকদের মধ্যেও খুশির ছোঁয়া দেখা যায়।
এর আগেও বিভিন্ন ম্যাচে কোহলির মনোবল বাড়াতে গ্যালারিতে দেখা গিয়েছিল অনুষ্কাকে। কিন্তু এদিন মাঠে খেলোয়াড়দের সঙ্গে দেখা গেল কোহলি-পত্নীকে।
আজ গ্যালারিতে ছিলেন কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা। কিন্তু বৃষ্টির জন্য সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টের শেষদিনের খেলা ভেস্তে যায়। ফলে এই টেস্ট ড্র হয়ে যায়। ভারত ২-১ সিরিজ জেতে।
অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন ভারতীয় খেলোয়াড়রা। ওই সময় মাঠে চলে আসেন অনুষ্কাও। কোহলি ও অনুষ্কা মাঠের চারদিকে ঘোরেন।
জয়ের পর অনুষ্কার সঙ্গে ছবি তুললেন কোহলি। অনুষ্কা মাঠেই কোহলিকে আলিঙ্গন করে অভিনন্দন জানালেন। সেইসঙ্গে দুজনে হাত-হাত ধরে দর্শকদের অভিবাদনও করলেন।
বিরাট কোহলি অ্যান্ড কোম্পানির দুরন্ত পারফরম্যান্সে ভর করে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠেই চার টেস্টের সিরিজ জিতে নিয়েছে। গত ৭১ বছরের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ২-১ হারিয়ে সিরিজ জিতল ভারত। জয়ের পর উচ্ছ্বাসে মেতে উঠলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, সঙ্গে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -