নয়াদিল্লি: ভারতের এক মহিলা ক্রিকেটারকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়ার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করল বিসিসিআই-এর দুর্নীতি দমন শাখা। অভিযুক্তদের নাম রাকেশ বাফনা ও জিতেন্দ্র কোঠারি। তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।

বিসিসিআই-এর দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিংহ শেখাওয়াত জানিয়েছেন, ‘এক মহিলা ক্রিকেটার এ বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের আগে জানান, তাঁকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছে। আইসিসি এই ঘটনার তদন্ত করে। গড়াপেটার প্রস্তাব দেওয়া ব্যক্তিকে সতর্ক করে দেয় আইসিসি। আমাদেরও এ বিষয়ে অবহিত করা হয়। আইসিসি সংশ্লিষ্ট ক্রিকেটারের প্রশংসা করে বলে, তিনি এই ঘটনার কথা জানিয়ে ঠিক কাজ করেছেন। এরপর আমরা তদন্ত শুরু করি। বেঙ্গালুরুতে দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।’