মুম্বই: ইতিহাস গড়ার সুযোগ ঝুলন গোস্বামী, মিতালি রাজদের। টেস্ট ক্রিকেটের নবতম সংস্করণ, নৈশালোকে গোলাপি বলে খেলার সুযোগ এসে যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সামনে। ভারতের মহিলা ক্রিকেটেও গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচের গ্রহে ঢুকে পড়তে চলেছে। সব কিছু ঠিকঠাক চললে এই বছরের শেষেই হয়তো অস্ট্রেলিয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম বার গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলবে। 


চার বছর আগে, ২০১৭ সালের নভেম্বর মাসে সিডনিতে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে একটি দিন-রাতের টেস্ট ম্য়াচ হয়েছিল। ম্যাচটি ড্র হয়ে গিয়েছিল। সে ক্ষেত্রে মিতালি রাজরা দ্বিতীয় দিন-রাতের টেস্ট খেলতে নামতে চলেছেন। এবং এটাই হতে চলেছে ভারতের মহিলা ক্রিকেট দলের প্রথম নৈশালোকে গোলাপি বলে টেস্ট ম্যাচ। 


২০ মে, বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ট্যুইট করে এই খবর জানিয়েছেন। জয় শাহ ট্যুইটারে লিখেছেন, ‘মহিলা ক্রিকেটের প্রতি আমাদের যে অঙ্গীকার রয়েছে, সেটাকে সামনে রেখেই আমি ভীষণ আনন্দের সঙ্গে ঘোষণা করতে চলেছি যে, আমাদের মহিলা ক্রিকেট দল প্রথম গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে চলেছে এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায়’। ২০১৫ সালের নভেম্বরে বিশ্ব ক্রিকেটে প্রথম বার গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলা হয়েছিল অস্ট্রেলিয়াতেই। অ্যাডিলেডে ম্যাচটি হয়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে। সেই টেস্ট অস্ট্রেলিয়া জিতে ইতিহাস তৈরি করে। বিরাট কোহলির ভারত ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট খেলে। সেই ম্যাচটি ভারত একপেশেভাবে জিতেছিল।


অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা লাভ করতে চলেছেন ঝুলন-মিতালিরা। ইতিহাস লিখতে চলেছেন তাঁরা। প্রস্তাবিত ম্যাচের সূচি এখনও ঠিক হয়নি। ভারতের মহিলা ক্রিকেট দল ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটাই টেস্ট ম্যাচ খেলেছে। গোলাপি বলে ফের একবার টেস্ট ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছেন মিতালি, ঝুলন, স্মৃতি মান্ধানারা।