মুম্বই: ২০১৪ সালের পর প্রথমবার ঘরের মাঠে টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড শিবির।  ৩৪৭ সালের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল হরমনপ্রত কৌরের টিম ইন্ডিয়া। এরপর আজ থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তিন ফরম্যাটের সিরিজ খেলতেই অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল এবার ভারতের মাটিতে পা রেখেছে।  আজ থেকে শুরু হবে একটি মাত্র টেস্ট। এরপর তিন ম্যাচের ওয়ান ডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। 


এই টেস্ট ম্যাচের মধ্য দিয়ে এলিসা হিলি অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের পূর্ণাঙ্গ সময়ের ক্যাপ্টেন হিসেবে প্রথমবার মাঠে নামবেন।  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মেগ ল্যানিংয়ের বদলে হিলিকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছিল।  মহিলা ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়ার টেস্টে মুখোমুখি লড়াইয়ে  অজিনা মোট চারটি জয় ছিনিয়ে নিয়েছে।  সেখানে ভারতীয় দল এখনও পর্যন্ত জয়ের খাতা খুলতে পারেনি।  মোট দশটি ম্যাচ ড্র হয়েছে। 


 






কাদের ম্যাচ?


আজ থেকে ১টি টেস্ট খেলতে মুখোমুখি হবে ভারতীয় মহিলা ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল









ম্য়াচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে





কখন শুরু?




ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯.৩০ থেকে


কোথায় দেখবেন?


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে


অনলাইন স্ট্রিমিং?


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে খেলার সরাসরি লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে


 






ইংল্যান্ডের মত অজিদেরও কি হেলায় হারিয়ে দিতে পারবেন হরমনপ্রীতরা? সেটাই এখন দেখার। সেই ম্যাচে ব্যাটে-বলে জ্বলে উঠেছিলেন দীপ্তি শর্মা। ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি। এছাড়াও অভিষেক টেস্টে রান পেয়েছিলেন জেমিমা রডরিগেজ। ইংল্যান্ড ম্যাচের একাদশই হয়ত ধরে রাখবেন মহিলা ক্রিকেট দলের কোচ অমল মজুমদার।