নটিংহ্যাম: প্রথম দুই টেস্টে হারের পর তৃতীয় টেস্টে ২০৩ রানে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাল ভারতীয় দল। সিরিজের ফল এখন ইংল্যান্ডের পক্ষে ২-১। ট্রেন্টব্রিজে ভারতের ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও অসাধারণ পারফরম্যান্স দেখালেন। ফলে এই সিরিজে নতুন করে আশা দেখছেন বিরাট কোহলিরা।
গতকাল চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ছিল ৯ উইকেটে ৩১১। আজ ম্যাচের শেষদিন জয়ের জন্য ভারতীয় দলের দরকার ছিল মাত্র একটি উইকেট। আজ তৃতীয় ওভারেই জেমস অ্যান্ডারসনকে (১১) আউট করে ভারতকে জেতালেন রবিচন্দ্রন অশ্বিন।
এই ম্যাচে প্রথম ইনিংসে ভারতীয় দল ৩২৯ রান করে। বিরাট ৯৭ ও অজিঙ্কা রাহানে ৮১ রান করেন। ভারতের বোলারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১৬১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। পাঁচ উইকেট নেন হার্দিক পাণ্ড্য। প্রথম ইনিংসে মাত্র তিন রানের জন্য শতরান হারালেও, দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করেন বিরাট। চেতেশ্বর পূজারা ৭২ ও হার্দিক অপরাজিত ৫২ রান করেন। ৫২১ রানের টার্গেট তাড়া করে ইংল্যান্ড জয় পাবে, এটা বোধহয় অতি বড় ইংরেজ সমর্থকও আশা করেননি। শেষপর্যন্ত ৩১৭ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। পাঁচ উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে শতরান করেন জোস বাটলার (১০৬)। এছাড়া বেন স্টোকস (৬২) ও আদিল রশিদ (৩৩ অপরাজিত) লড়াই করেন। তবে তাতে ভারতের জয় পেতে কোনও সমস্যা হয়নি।
তৃতীয় টেস্টে ২০৩ রানে জয়, সিরিজে প্রত্যাবর্তন ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Aug 2018 04:02 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -