ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: দীর্ঘদিন পরে অবশেষে পুলিশের জালে পাকড়াও বগটুইয়ে (Bogtui) ভাদু শেখ খুনে অভিযুক্ত। বগটুইয়ে তৃণমূল নেতা ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত গ্রেফতার। বীরভূমের মাড়গ্রামে অস্ত্র-সহ গ্রেফতার নিউটন শেখ। মাড়গ্রাম পুলিশের হাতে গ্রেফতার নিউটন শেখ। দীর্ঘদিন ধরে নিউটনকে খুঁজছিল সিবিআই। ভাদু শেখ খুনে মূল অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে। নিউটনের কাছ থেকে একটি দেশি পাইপগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গত ২১ মার্চ বগটুই হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে স্বজনহারার বাড়িতে ঢুকতে গিয়ে, পরিবারের সদস্যদের বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সেদিনই শুভেন্দু অধিকারীর মিছিলে দেখা যায় স্বজনহারা পরিবারের সদস্য মিহিলাল শেখকে। এরপর ১৪ এপ্রিল সিউড়িতে অমিত শাহর সভাতেও এসেছিলেন মিহিলাল শেখ। তাঁর সঙ্গে কথাও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই আবহে বগটুই গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা ফেরার সময় রামপুরহাট স্টেশনে আশিস বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আশিস বন্দ্যোপাধ্যায়ই ওই ঘটনার পরে বগটুই গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন।
বীরভূমে বগটুই পরপর হিংসার ঘটনায় শিরোনামে এসেছিল। চলতি বছরে ২১ মার্চ রাতে খুন হন রামপুরহাট বড়শাল গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান ভাদু শেখ। তার পর ওই গ্রামের একের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় মৃত্যু হয় একাধিক জনের। ঘটনাস্থল থেকেই ১০ জনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছিল। ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করেছিল সরকার। গ্নিকাণ্ডের ৪ মাস পর বাড়িতে ফিরেছিলেন রামপুরহাটে বগটুই গ্রামের বাসিন্দা মিহিলাল শেখ , শেখ লাল শেখরা। বগটুইকাণ্ডের পরদিন অর্থাৎ ২২ মার্চ পুলিশ স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে। পরে তদন্তভার পায় সিবিআই।
এরই মধ্যে সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ মারা যান। শৌচাগারে আত্মহত্যা করেছিলেন বলে অভিযোগ ওঠে। তা নিয়ে বিস্তর রাজনৈতিক তরজাও শুরু হয়েছিল। লালন শেখের মৃত্যুর পর সেটা নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করেছিল তৃণমূল। সিবিআই হেফাজতে কীভাবে মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। পাল্টা ষড়যন্ত্রের অভিযোগও করা হয়েছিল। বগটুই কাণ্ড এবং ভাদু শেখ হত্যা মামলা এখনও চলছে। তারই মধ্যে এবার গ্রেফতার হল ভাদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত নিউটন শেখ।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?