লন্ডন: লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা ভুল করেছেন। স্বীকার করলেন ভারতের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি বলেছেন, ‘ভুল স্বীকার করতেই হবে। ইংল্যান্ডে খেলার সময় সেটাই আসল। কট বিহাইন্ড হোক বা রান আউট, ভুল স্বীকার করতেই হবে। সেটা পিছনে ফেলে রেখে এগিয়ে যেতে হবে। যত দ্রুত ভুল থেকে শিক্ষা নিতে পারব, ততই আমাদের পক্ষে ভাল হবে। আমি নিশ্চিত, সবাই এই ইনিংস থেকে শিক্ষা নেবে। এই ম্যাচ এবং সিরিজের অনেকটা এখনও বাকি আছে।’

নিজের ব্যাটিং প্রসঙ্গে রাহানে বলেছেন, ‘ব্যাট করতে নামার আগে লর্ডসে ২০১৪ সালে আমার ইনিংসের কথা ভাবছিলাম। আমাদের ব্যাট করার জন্য অল্প সময়ই ছিল। আমি ভাবছিলাম, ২৫-৩০ মিনিট কাটিয়ে দিতে পারলেই তৃতীয় দিন সকালে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম হবে।’

২০ রান দিয়ে ৫ উইকেট নেওয়া ইংরেজ পেসার জেমস অ্যান্ডারসনের বোলিংয়ের বিষয়ে রাহানে বলেছেন, ‘পরিস্থিতি অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। অ্যান্ডারসন একটাও শর্ট বল করেনি। ও নির্দিষ্ট জায়গায় বল রেখে যাচ্ছিল। এই উইকেটে সেটা গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে ধৈর্য্য এবং নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখতে হয়। অ্যান্ডারসন খুব ভাল বোলিং করেছে। ও ঠিক জায়গায় বল রেখে গিয়েছে। ২০ ওভারের মধ্যে ১৩-১৪ ওভার বল করা এবং পাঁচ উইকেট নেওয়া অবশ্যই দারুণ ব্যাপার। সেই কারণেই ও ভাল বোলার।’