মুম্বই: ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন ইরফান খান।
লন্ডনে চিকিৎসা চলছে তাঁর, কেমন আছেন বিশেষ জানা যাচ্ছে না। তবে খবর, পাঁচবার কেমোথেরাপি হয়ে গিয়েছে তাঁর, এবার শুরু হবে ছয় নম্বর।
শোনা যাচ্ছে, ৬ বার কেমোর পর তাঁর পেটের স্ক্যান হবে। টানা পাঁচবার কেমো নিয়ে তিনি নাকি বেশ দুর্বল হয়ে পড়েছেন, তাই ১০-১৫ দিন হাসপাতালে থাকতে হয় তাঁকে।
কিছুদিন আগে তাঁর একটি সাক্ষাৎকার প্রকাশ্যে আসে, তাতে তিনি নিজের অসুখ ও চিকিৎসা সম্পর্কে বলেছিলেন। তিনি বলেন, অসুখ নিয়ে বারবার প্রশ্নে তাঁর মাঝে মাঝে এত বিরক্ত লাগে যে মনে হয়, গলায় বোর্ড লাগিয়ে রাখেন লিখে, যে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে তিনি মরতে চলেছেন। ইরফান জানান, ততদিনে তাঁর চারবার কেমোথেরাপি হয়ে গিয়েছে, আরও দুবার হবে। তারপর স্ক্যান। তৃতীয়বার কেমোর পর স্ক্যানিংয়ের ফল ঠিকই এসেছিল। কিন্তু ষষ্ঠবার কেমোর পর পরিষ্কার বোঝা যাবে, ঠিক কী হয়েছে। তিনি বলেন, জীবন তাঁকে অনেক কিছু দিয়েছে। চোখ বেঁধে চলছিলেন এতদিন, দেখতেই পাননি, জীবন থেকে কত কিছু পেয়েছেন তিনি।
কেমোথেরাপি চলছে ইরফান খানের, এই নিয়ে ৬ বার
ABP Ananda, Web Desk
Updated at:
11 Aug 2018 01:10 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -