মুম্বই: দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে চতুর্থ জয় তুলে নিল ভারত। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে চারটিতেই জিতেছে ভারত। একমাত্র হার পাকিস্তানের বিরুদ্ধে। আজ প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৭ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে মাত্র ১৩.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। জাফর ইকবাল ৫৪ এবং মহম্মদ ফারহান ৫৯ রানে অপরাজিত থাকেন।