চেন্নাই : চিপকের ঘূর্ণিতে ইংল্যান্ডকে পেড়ে ফেলার আগাম বার্তা! ভারতীয় স্পিনারদের দাপটে বেশ বিপাকে ইংল্যান্ড। রোরি বার্নসকে (০) খাতা খোলার সুযোগ না দিয়েই প্রথমে সাজঘরে ফেরান ইশান্ত শর্মা। তারপর ব্রিটিশ ব্যাটিংকে বিপাকে ফেলতে শুরু করে স্পিনব্রিগেড। প্রথমে ইপর ওপেনার ডম সিবলিকে (১৩) আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। যার কিছুক্ষণের মধ্যেই অধিনায়ক জো রুটকে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা দেন অক্ষর প্যাটেল।


চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতকে ২২৭ রানের বড় ব্যবধানে হারাতে উল্লেখযোগ্য হয়ে উঠেছিল জো রুটের চওড়া ব্যাটের ভূমিকা। দুরন্ত ছন্দে থাকা ইংল্যান্ড অধিনায়ক আগের টেস্টে হাঁকিয়েছিলেন দ্বিশতরান। এই টেস্টে অবশ্য অভিষেককারী অক্ষরের ঘূর্ণির ফাঁদে অল্প রানের মধ্যেই সাজঘরে ফেরেন রুট (৬)। অভিষেক টেস্টের মঞ্চে অক্ষরের প্রথম টেস্ট উইকেট জো রুট।


ইংল্যান্ড আক্রমণের সামনে খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি ভারতীয় লোয়ার অর্ডার। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র ২৯ রান যোগ করতে সক্ষম হয় ভারত। ৬ উইকেটে ৩০০ রানে দিন শুরু করে ৩২৯ রানে থামে ভারতের প্রথম ইনিংস। ৫৭ রানে অপরাজিত থাকেন ঋষভ পন্থ।


গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিরা ব্যর্থ হলেও রোহিত শর্মার (১৬১) দুরন্ত শতরানে লড়াইয়ের লড়াইয়ের মঞ্চ তৈরি করে ভারত।


রোহিতকে যোগ্য সঙ্গত করেছিলেন আজিঙ্কা রাহানেও (৬৭)। যদিও প্রথম দিন শেষের আগেই আউট হয়ে গিয়েছিলেন রোহিত, রাহানে।


গতকাল ক্রিজে ছিলেন ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল। ব্যাট হাতে অক্ষর বা বাকি বোলাররা ঋষভকে প্রয়োজনীয় সঙ্গত করতে পারেননি এদিন সকালে।


যদিও বল হাতে পাল্টা ইংল্যান্ডকে চাপে ফেলার কাজটা শুরু করে দিয়েছেন তারা।



মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত মাত্র ৩৯ রান তুলতে গিয়ে ৪ উইকেট খুইয়ে ফেলেছে ইংল্যান্ড। সিবলি ছাড়াও লাঞ্চ ব্রেকের আগের সেশনের শেষ বলে ডন লরেন্সকে (৯) আউট করেছেন অশ্বিন।