ব্রিস্টল: গত ম্যাচে স্মৃতি মান্ধানার ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে (INDW vs ENGW) সিরিজে সমতায় ফিরেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১০ বল বাকি থাকতেই সাত উইকেটে হারতে হল ভারতীয় দলকে। এদিন ব্য়াট হাতে ভারতীয় দলের টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ।
ব্যাটারদের দুষলেন হরমনপ্রীত
ম্যাচ হেরে দলের ব্যাটারদের দিকেই প্রশ্ন তুললেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তিনি ব্যাটারদের সমালোচনা করে বলেন, 'আমরা আজ ২০ রান মতো কম করেছিলাম। তবে আমাদের বোলারদের বাহবা দিতেই হবে। ওদের জন্যই তো আমরা এত অল্প রান করার পরেও ম্যাচে লড়াইটা করতে পারি। আমরা যেভাবে ব্যাট করতে চাই, আজকে একেবারেই তেমনভাবে খেলতে পারিনি। আমাদের ব্যাটে আরও বেশি করে পার্টনারশিপ তৈরি করতে হবে। পার্টনারশিপ গড়তে পারলে তবেই তো আমার ম্যাচে লড়াই করার জন্য প্রয়োজনীয় রসদ ও উৎসাহ পাব।'
তবে দল ম্যাচ ও সিরিজ হারলেও, রাধা যাদবের বোলিং এবং রিচা ঘোষের (Richa Ghosh) ব্যাটিংয়ের বিশেষভাবে প্রশংসা করেন ভারতীয় অধিনায়ক। রাধা বল হাতে চার ওভারে মাত্র ১৪ রান খরচ করে একটি উইকেট নেন। ব্যাট হাতে আট নম্বরে নেমে রিচা ঘোষ ২২ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই দুই তারকার প্রশংসা করে হরমনপ্রীত বলেন, 'ও (রাধা) সবসময় দলের জন্য নিজের ২০০ শতাংশ দেয়। ওর মতো ব্যক্তিত্বের একজন দলে থাকায় দলের পরিবেশটাও বেশ ভালই থাকে। আর শুরুতেই পরপর উইকেট হারানোর পরেও, রিচাও ভাল ব্যাট করেছে। ওদের জন্যই আমরা শেষ বল পর্যন্ত লড়াই করতে পেরেছি।'
ব্যর্থ ভারতীয় ব্যাটিং
এদিন ব্রিস্টলে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড দল। ব্যাটে নেমে শুরুতেই পরপ দুই ওভারে দুই ওপেনার শেফালি ভার্মা (৫) ও স্মৃতিকে (৯) হারিয়ে চাপে পড়ে যায় ভারত। অধিনায়ক হরমনপ্রীত কৌরও (৫) ব্যর্থ হন। মেঘানা ও হেমলতা দুই জন্যেই শূন্যে রানে আউট হন। ১০ ওভারে ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে এক সময় ধুঁকছিল ভারতীয় দল। সেখান থেকে দীপ্তি শর্মা (২৪), রিচা ঘোষ (৩৩) ও পূজা বস্ত্রকরের (১৯) দৌলতে কোনওক্রমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেটের বিনিময়ে ১২২ রান তোলে ভারতীয় দল।
মাত্র ১২২ রানের পুঁজি হাতে নিয়ে জয়ের জন্য শুরুতেই ইংল্যান্ডের ওপেনারদের ফেরানো প্রয়োজন ছিল। তবে রেণুকা সিংহ, পূজারা তা করতে ব্যর্থ হন। সোফিয়া ডাঙ্কলি (৪৯) ও ও ড্যানি ওয়েট (২২) ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে ৭০ রান যোগ করেন। তবে বড় ওপনিং পার্টনারশিপের পর, মাত্র নয় রানের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে ভারত ম্যাচে ফেরার আশা জাগায় বটে। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। অ্যালিস ক্যাপসে (৩৮) অপরাজিত ইনিংসে ইংল্যান্ডের জয় সুনিশ্চিত করেন।
আরও পড়ুন: ঘোষিত হল প্রথম অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপের সূচি, কবে মাঠে নামবে ভারত?