মলদ্বীপঃ আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের নিরিখে পেলেকে টপকে গেলেন সুনীল ছেত্রী। মলদ্বীপের বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াইয়ে জোড়া গোল করে ফুটবলের সম্রাটকে টপকে গেলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। ভারতীয় দল মলদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে দিল। নিজেদের ঘরের মাঠে শুধুমাত্র ড্র করলেই ফাইনালে চলে যেত মলদ্বীপ। কিন্তু ভারতের বিরুদ্ধে হেরে সেই আশা ভেঙে গেল তাঁদের।


বুধবার সাফ কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছিল ভারতীয় ফুটবল দল। এমনিতে টুর্নামেন্টের শুরুটা একদমই ভাল হয়নি সুনীলদের জন্য। প্রথম ম্যাচে ১০ জনের বাংলাদেশের বিরুদ্ধে ড্র করতে হয়েছিল। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ড্র ও নেপালের বিরুদ্ধে ১-০ গোলে জয়। এই ম্যাচ তাই না জিতলে ফাইনালের টিকিট পেত না সুনীলরা। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচেই জ্বলে উঠল দল। জ্বলে উঠলেন অধিনায়ক সুনীল ছেত্রীও। 


এদিন ম্যাচের রাশ প্রথম থেকেই নিজেদের কবলে রেখেছিল ভারত। আলি আসফাকদের বিরুদ্ধে ম্যাচের প্রথম গোলটি করেন মণবীর। দলকেও এগিয়ে দেন তিনি। কাউন্টার অ্যাটাক থেকে এই দুরন্ত গোলটি করেন মণবীর। তবে প্রথমার্ধের একদম শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করে মলদ্বীপকে সমতা ফেরান আলি আসফাক। 


কিন্তু দ্বিতীয়ার্ধে ভারতের গতি, আক্রমণের সামনে আর দাঁড়াতে পারেনি মলদ্বীপ। নেপালেন বিরুদ্ধে ম্যাচে গোল করে পেলেকে ছুঁয়েছিলেন সুনীল। এদিন কিংবদন্তি ফুটবল সম্রাটকে টপকেও গেলেন। ৬২ মিনিটের মাথায় গোল করেন ভারত অধিনায়ক। এরপর ৭১ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে দুরন্ত হেডে ব্যবধান আরও বাড়িয়ে নেন সুনীল। এরপর আর ভারতকে আটকানো যায়নি। এই মুহূর্তে দেশের জার্সিতে গোলের নিরিখে ফুটবল বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। ম্যাচের শেষদিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় শুভাশিস বোসকে। তাই ১০ জনেই বেশ কিছুটা সময় খেলে ভারতীয় দল। ১৬ অক্টোবর সাফ কাপের ফাইনাল। প্রথমবার ফাইনালে উঠেছে নেপাল। এবার নেপালের বিরুদ্ধেই খেলতে নামবেন সুনীলরা। গ্রুপ পর্বে নেপালের বিরুদ্ধে জিতেছিল তারা। ফলে কিছুটা বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ভারত।