নয়াদিল্লি: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে India Post Payments Bank (IPPB) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ম্যানেজেরিয়াল পদে হবে এই নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ২৩ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।


IPPB Recruitment 2021: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে ম্যানেজার, চিফ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে ২১টি পদে হবে এই নিয়োগ। এই পদে আগ্রহী ব্যক্তিদের ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনে চাকরির জন্য আবেদন করতে হবে।


কোন কোন পদে নিয়োগ ?
ম্যানেজার
চিফ ম্যানেজার 
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
ডেপুটি জেনারেল ম্যানেজার 
জেনারেল ম্যানেজার


কীভাবে হবে প্রার্থী বাছাই ?
এই ক্ষেত্রে প্রার্থী বাছাই পুরোপুরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে। তবে ইন্টারভিউ ছাড়াও গ্রুপ ডিসকাশন ও অনলাইট টেস্ট নিতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের তাদের পরীক্ষার সময় কেন্দ্র ও তারিখ সম্পর্কে  India Post Payments Bank (IPPB) —এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.ippbonline.com-এ জানিয়ে দেওয়া হবে।


আবেদনের ফি
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ৭৫০ টাকা ফি দিতে হবে। তবে SC/ST/PWD-দের জন্য এই ফি ১৫০ টাকা ধরা হয়েছে। ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই আবেদনের ফি জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের। এই বিষয়ে বিশদে জানতে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে আবেদনকারীদের।


Official website of India Post Payments Bank (IPPB) — https://www.ippbonline.com  


আরও পড়ুন: MSCWB recruitment 2021: রাজ্যে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন আবেদনের শেষ তারিখ


আরও পড়ুন:  South Central Railway Recruitment 2021: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, প্রচুর পদ খালি


আরও পড়ুন:  IBPS Clerk Recruitment 2021: আইবিপিএস ক্লার্ক পরীক্ষার বিজ্ঞপ্তি জারি, ৭ অক্টোবর থেকে করতে পারবেন আবেদন


আরও পড়ুন:  SBI PO Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, ২৫ অক্টোবর আবেদনের শেষ তারিখ


 


Education Loan Information:

Calculate Education Loan EMI