নয়াদিল্লি: ইরানে হতে চলা আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করলেন গ্র্যান্ডমাস্টার সৌম্যা স্বামীনাথন। সৌম্যা জানিয়েছেন, ইসলামীয় দেশ ইরানের হিজাব নীতি মানা তাঁর পক্ষে সম্ভব নয়, তা তাঁর ব্যক্তি স্বাধীনতার বিরোধী। তাই এই প্রতিযোগিতায় যোগ দেবেন না তিনি।
২৬ জুলাই থেকে ৪ অগাস্ট পর্যন্ত ইরানের হামদানে এই প্রতিযোগিতা চলবে। ফেসবুকে সৌম্যা লিখেছেন, আমি জোর করে চাপিয়ে দেওয়া স্কার্ফ বা বোরখা পরতে চাই না। আমার বিশ্বাস, ইরানি আইন অনুযায়ী এই জোর করে স্কার্ফ পরানোর নীতি আমার মানবাধিকার সরাসরি খণ্ডন করছে। আমার মত প্রকাশের স্বাধীনতা, বিচারের স্বাধীনতা সহ বিবেক ও ধর্ম পালনের অধিকারকেও খণ্ডন করছে এই নীতি। এই পরিস্থিতিতে নিজের অধিকার রক্ষার একটাই রাস্তা- তা হল, ইরান না যাওয়া।
সৌম্যা আরও লিখেছেন, যে খেলোয়াড় আন্তর্জাতিক আঙিনায় ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পান, গৌরবে তাঁর বুক ফুলে ওঠে। কিন্তু এমন এক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় যোগ দিতে না পেরে আমি অত্যন্ত দুঃখিত। একজন খেলোয়াড় খেলাকেই তার জীবনে সর্বাধিক গুরুত্ব দেয়, এ জন্য সব ধরনের সমঝোতা করতে পারে। কিন্তু এমনও কিছু বিষয় আছে যার সঙ্গে সমঝোতা চলে না।
প্রতিযোগিতার কর্তাদের বিরুদ্ধে অভিযোগ করে চ্যাম্পিয়ন এই দাবাড়ু আরও বলেছেন, এঁরা প্রতিযোগিতায় যোগ দেওয়া ক্রীড়াবিদদের অধিকারকে গুরুত্ব দিতে চাইছেন না, এটা অত্যন্ত দুঃখজনক।
এর আগে ২০১৬ সালে বন্দুকবাজ হিনা সিধুও একই কারণে ইরানে হতে চলা এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে যোগ দেননি। তিনিও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, হিজাব পরতে পারবেন না।
মাথা ঢাকবেন না হিজাবে, ইরানের টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন গ্র্যান্ডমাস্টার সৌম্যা স্বামীনাথন
ABP Ananda, Web Desk
Updated at:
14 Jun 2018 09:11 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -