নয়াদিল্লি: আজ ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কোচ অনিল কুম্বলের ৪৭ তম জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে ‘দায়সারা’ শুভেচ্ছার জন্য কুম্বলে অনুরাগীদের তীব্র সমালোচনার মুখে পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ড। ট্যুইটারে শুভেচ্ছা বার্তায় কুম্বলেকে শুধুমাত্র প্রাক্তন বোলার আখ্যা দেওয়ায় বোর্ডকে নিশানা করেন  নেটিজেনরা। নিন্দার মুখে পড়ে তড়িঘড়ি ওই মেসেজটি ডিলিট করে বোর্ড।





প্রথমে বোর্ডের ট্যুইট ছিল, ‘টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলারকে জন্মদিনের শুভেচ্ছা’।এরপরই সাংবাদিক থেকে শুরু করে ক্রিকেট অনুরাগী ভারতের অন্যতম সর্বকালের সেরা বোলারকে শুধুমাত্র ‘প্রাক্তন বোলার’ উল্লেখ করার নিন্দায় মুখর হন। তাঁদের অভিযোগ, কুম্বলের মতো বোলারের কৃতিত্বকে খাটো করছে বোর্ড।

একজন ট্যুইট বলে বলেন, ‘শুধুই বোলার? তিনি দেশের অধিনায়ক ও কোচও ছিলেন এবং দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী বোলার’।

অন্য এক অনুরাগী কুম্বলেকে যথাযোগ্য সম্মান প্রদর্শনের জন্য বোর্ডের কাছে আর্জি জানান।

এরপরই বোর্ডের পক্ষ থেকে ট্যুইটটি মুছে ফেলে অন্য একটি ট্যুইট করা হয়। এতে তাঁকে ‘প্রাক্তন অধিনায়ক’ ও ‘কিংবদন্তী’ বলে উল্লেখ করা হয়। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।





উল্লেখ্য, চলতি বছরের জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দেন কুম্বলে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর মতবিরোধই এর কারণ।

ভারতীয় দলে দীর্ঘ ১৭ বছরের কেরিয়ারে ১৩২ টি টেস্টে তাঁর সংগ্রহ ৬১৯ উইকেট। ভারতীয় ক্রিকেটে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন কুম্বলে।