পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কনভয়ে দুর্ঘটনা নিয়ে পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। দুর্ঘটনা কী করে ঘটল তা নিয়ে এসপি-দের সঙ্গে কথা ডিজি এবং পুলিশকর্তাদের। দুর্ঘটনা প্রসঙ্গে আলাদা করে কথা পূর্ব বর্ধমানের এসপি-র সঙ্গে। আগামীদিনে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্ছিদ্র করতেই হবে, কড়া বার্তা ডিজি-র। গতকাল মুখ্যমন্ত্রীর কনভয়ে গাড়ি ঢুকে আসায় চালক ব্রেক কষেন সজোরে, তাতে আহত হন মুখ্যমন্ত্রী। চালক সজোরে ব্রেক কষায় কপাল এবং হাতে চোট পান মুখ্যমন্ত্রী। ভাইরাল ভিডিওয় মুখ্যমন্ত্রীকে কপালে রুমাল চেপে ধরে বসে থাকতেও দেখা যায়। (Kolkata News)
বৃহস্পতিবার দুপুরে ডিজি রাজীব কুমার, অন্য পুলিশ কর্তা এবং এডিজি আইনশৃঙ্খলার নেতৃত্বে একটি বৈঠক ডাকা হয়। সেখানে জেলার সমস্ত এসপি-রাও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, পূর্ব বর্ধমানের এসপি-র সঙ্গে আলাদা করে কথা বলেন ডিজি। কী করে দুর্ঘটনা ঘটল, আলোচনা হয়। বৈঠক থেকে কড়া বার্তা দেওয়া হয় এদিন। জানানো হয়েছে, আগামী দিনে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে নিশ্ছিদ্র রাখতে হবে। কোথাও কোনও বিচ্যুতি চলবে না।
এদিনের বৈঠকে আরও জানানো হয়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবেন যাঁরা, তাঁদের মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়। কোনও ভাবে যাতে কেউ অন্যমনস্ক না হন, সেই বার্তাও দেওয়া হয় এদিন। এর পাশাপাশি, সামনে লোকসভা নির্বাচন রয়েছে। তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। তবে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য পুলিশ-প্রশাসন।
আরও পড়ুন: Calcutta High Court: মেডিক্যাল কলেজ মামলায় CBI রায় নিয়ে নজিরবিহীন সংঘাত
বুধবার বর্ধমানে প্রশাসনিক সভা ছিল। সেখানে পৌঁছতে হাওড়ার ডুমুরজলা থেকে এদিন হেলিকপ্টারে চেপে রওনা দেন মমতা। কিন্তু ফেরার সময় আবহাওয়া খারাপ থাকায়, বৃষ্টি হওয়ায় হেলিকপ্টার উড়তে পারেনি। ফলে গাড়িতে চেপেই ফেরার রাস্তা ধরেন। সেই সময়ই আঘাত পান তিনি। জানা গিয়েছে, সভামঞ্চ থেকে ২০০ মিটার দূরে, গাড়ি যখন জিটি রোডে উঠছে, সেই সময় অন্য দিক থেকে একটি গাড়ি তাঁর কনভয়ে হঠাৎই ঢুকে পড়ে।
স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, মমতা যে গাড়িতে ছিলেন, সেই গাড়ির সামনেই আচমকা অন্য একটি গাড়ি চলে আসে। তাতে তড়িঘড়ি সজোরে ব্রেক কষেন চালক। গাড়ির একেবারে সামনে, চালকের পাশের আসনেই বসেছিলেন মমতা। আচমকা ব্রেক কষায় মাথার পাশে চোট পান। হাতেও সামান্য চোট পান। সঙ্গে সঙ্গে কনভয় দাঁড়িয়ে যায়। একটু ধাতস্থ হয়ে ফের কলকাতার উদ্দেশে রওনা দেয়। কলকাতায় ফিরে মমতা জানান, অল্পের জন্য বেঁচে গিয়েছেন তিনি। চালক ব্রেক কষেছেন বলে রক্ষা পেয়েছেন। তবে মাথায় চোট পান। ফুলে যায় কপাল, রক্তও পড়েছে।