মুম্বই: জাতীয় দলের অধিনায়ক হিসাবে তাঁর প্রথম বিশ্বকাপ। আর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের আগে বাড়তি চাপ নিতে নারাজ রোহিত শর্মা (Rohit Sharma)।
২০১১ সালে ভারতের মাটিতে শেষ ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) হতাশা সঙ্গী হয়েছিল রোহিতের। ১৫ সদস্যের দলে জায়গা পাননি তিনি। তার ১২ বছর পর দেশের মাটিতে ফের বিশ্বকাপ খেলার সুযোগ রোহিতের সামনে। তবে বাড়তি চাপ নিতে নারাজ মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। সংবাদসংস্থা পিটিআই-কে রোহিত বলেছেন, 'আমার কাছে গুরুত্বপূর্ণ হল কীভাবে নিজেকে চাপমুক্ত রাখতে পারছি। বাইরের কোনও বিষয় নিয়ে ভাবতে নারাজ। সে ইতিবাচক বা নেতিবাচক, যাই হোক না কেন। সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। ২০১৯ বিশ্বকাপের আগে যে মানসিক অবস্থায় ছিলাম, সেখানেই ফিরে যেতে চাই। সেবার টুর্নামেন্টের জন্য দারুণ প্রস্তুতি নিয়েছিলাম। মানসিকভাবেও ভাল জায়গায় ছিলাম।'
২০১৯ বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার ছিলেন রোহিত। সেবার ৬৪৮ রান করেছিলেন তিনি। যার মধ্যে ছিল পাঁচটি সেঞ্চুরি। সেই সাফল্যের জন্য মানসিকভাবে চাঙ্গা থাকাকে কৃতিত্ব দিয়েছেন রোহিত। বলেছেন, 'আমি মানসিকভাবে ভাল জায়গায় ছিলাম। সেটাই ফেরাতে চাই। তার জন্য যথেষ্ট সময়ও আছে। ২০১৯ বিশ্বকাপের আগে ঠিক যা করছিলাম, সেটাই করতে চাই। ক্রিকেটার হিসাবে। ব্যক্তি হিসাবেও। সেই চিন্তাভাবনার সরণিতে ফিরতে চাই।'
রোহিত ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ওপেনার। কিন্তু অধিনায়ক হিসাবে? আইপিেলে চোখধাঁধানো সাফল্য। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ-পাঁচবার আইপিএল জিতেছে। কিন্তু আইসিসি টুর্নামেন্টে সাফল্য পাননি। এটা নিয়ে কি চিন্তা করেন? রোহিত বলেছেন, 'আমি সেই লোকই নই যে, ভাবব অধিনায়ক হিসাবে কী করতে পারলাম। আমার কৃতিত্ব নিয়ে বাকিরা কথা বলুক। বিচার করুক। আমি এ নিয়ে কিছু বলব না। আমি সংখ্যাতত্ত্বে বিশ্বাসী নই। সব সময় খুশি থাকতে হয় আর মুহূর্তটা উপভোগ করতে হয়। আমিও তাই করি।'
বিশ্বকাপের আগে অধিনায়ক হিসাবে রোহিতের অগ্নিপরীক্ষা হরতে চলেছে এশিয়া কাপে। তার মাঝে ওয়ান ডে বিশ্বকাপের দলও বেছে নিতে হবে। রোহিত মনে করেন, প্রত্যেক ক্রিকেটারের নিজের ভূমিকা নিয়ে স্বচ্ছ থাকা উচিত। বলেছেন, 'সেরা দল বাছতে গেলে কেউ কেউ বাদ পড়বে নানা কারণে। আমি ও রাহুল ভাই সব সময় নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি তাদের বোঝানোর যে, কেন তারা বাদ পড়েছে।'
রোহিত যোগ করেছেন, 'প্রত্যেক দল নির্বাচনী বৈঠকের পর বা প্রথম একাদশ নির্বাচনের পর আমরা ক্রিকেটারদের সঙ্গে কথা বলি। মুখোমুখি কথা বলি। প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলি এবং বোঝাই, কেন তাদের নেওয়া হল না।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন