নয়াদিল্লি: ক্যামেরার সামনে ৮১ সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। নড়াচড়া চলবে না। এটার নামই ‘ম্যানিকুইন চ্যালেঞ্জ।’ আইস বাকেট চ্যালেঞ্জের পর যা ইন্টারনেটে ভাইরাল। বড়দিনে বিরাট কোহলিদের এই ম্যানিকুইন চ্যালেঞ্জের ভিডিও প্রকাশ করল বিসিসিআই।

 



এই ভিডিওতে দেখা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর ট্রফি হাতে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন ক্রিকেটাররা। প্রথমে দেখা যাচ্ছে, ট্রফি চুম্বনরত অবস্থায় দাঁড়িয়ে অধিনায়ক বিরাট। এরপর একে একে রবীন্দ্র জাডেজা, উমেশ যাদব, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, মুরলী বিজয়, মণীশ পাণ্ডে, করুণ নায়ার, পার্থিব পটেল, জয়ন্ত যাদব, লোকেশ রাহুলদের দেখাচ্ছে ক্যামেরা। এরপর ক্যামেরা যখন ফের বিরাটকে দেখাচ্ছে, তখন ক্রিকেটার কোচ, সাপোর্ট স্টাফ সহ গোটা দল একসঙ্গে দাঁড়িয়ে। তাঁরা সবাই মিলে বড়দিন ও নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছেন।

এর আগে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন সঞ্জয় মঞ্জরেকর, আকাশ চোপড়া, কপিল দেব, মাইক আথারটন, ইয়ান বথাম সহ কয়েকজন ধারাভাষ্যকারও ম্যানিকুইন চ্যালেঞ্জ নিয়েছিলেন। এবার ক্রিকেটাররাও সেই চ্যালেঞ্জ নিলেন।

আরও পড়ুন, বেঙ্গালুরুতে ভারতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প