আমদাবাদ: ভারতের বিশ্বকাপ (ODI World Cup) জয়ের স্বপ্ন সবরমতীর তীরে ভূলুণ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে দেশের মাটিতে বিশ্বজয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে টিম ইন্ডিয়ার।


তবে বিশ্বকাপের পর ফের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামছে ভারত (IND vs AUS)। অজ়িদের বিরুদ্ধে দেশের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তবে সেই সিরিজে অধিনায়ক হিসাবে রোহিত শর্মাকে দেখা যাবে না। জাতীয় দলকে নেতৃত্ব দেবেন অন্য কেউ।


তাহলে কি রোহিত শর্মাকে নেতৃত্ব থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে? ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, রোহিতকে মোটেও নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না। তবে টানা ক্রিকেট খেলার ধকল থেকে রক্ষা করতে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হবে। যে দলে বিরাট কোহলি, যশপ্রীত বুমরার পাশাপাশি রয়েছেন রোহিতও।


শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। তবে টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ স্কাই। উইকেটের চারদিকে স্ট্রোক খেলেন বলে যাঁর নামকরণ হয়ে গিয়েছে বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন। 


ভারতীয় বোর্ড সূত্রে খবর, এই সিরিজে কোচ হিসাবে দায়িত্ব সামলাবেন ভি ভি এস লক্ষ্মণ। যিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। রাহুল দ্রাবিড় এবং তাঁর সহকারীদের সঙ্গে চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্ত। ১৯ নভেম্বরই হিসেব মতো দ্রাবিড় ও ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলীপের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। দ্রাবিড় জানিয়েছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও তিনি সিদ্ধান্ত নেননি। কোচ হিসেবে কি পরের বিশ্বকাপ পর্যন্ত থাকবেন? অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারের পরে দ্রাবিড় বলেছেন, ''আমি এই নিয়ে এখনও কিছু ভাবিনি। সত্যি বলতে এখন এই সব নিয়ে ভাবতে চাই না। আগেও এই নিয়ে বেশি ভাবিনি। নিজে পুরো ফোকাস এই বিশ্বকাপে রাখতে চেয়েছিলাম। সময় যখন পাব, তখন ভাবব এই নিয়ে।''


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৩ নভেম্বর, বিশাখাপত্তনমে। ৩ ডিসেম্বর বেঙ্গালুরুতে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।


আরও পড়ুন: ফাইনালে আমন্ত্রণই জানানো হয়নি? বোমা ফাটালেন ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।