East Central Railway Recruitment: ভারতীয় রেলে চাকরির সুযোগ, কত শূন্যপদ রয়েছে? কোন পদে নিয়োগ হবে?

Jobs And Recruitments: জানা গিয়েছে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ের বিভিন্ন ডিভিশন/ইউনিটে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিসদের।

Continues below advertisement
East Central Railway Recruitment: কর্মী নিয়োগ করা হবে ভারতীয় রেল বিভাগে। এবার নিয়োগ হতে চলেছে পূর্ব-মধ্য রেলওয়েতে (East Central Railway)। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইস্ট সেন্ট্রাল রেলওয়ের (Railway Recruitment Cell ECR) তরফে জানানো হয়েছে যে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। মোট ১৮৩২টি শূন্যপদে নিয়োগ করা হবে। জানা গিয়েছে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ের বিভিন্ন ডিভিশন/ইউনিটে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিসদের। দানাপুর ডিভিশন, ধানবাদ ডিভিশন, মুঘরলসরাই ডিভিশন, সমস্তিপুর ডিভিশন, প্ল্যাট ডিপো/মুঘলসরাই, মেকানিক্যাল ওয়ার্কশপ/সমস্তিপুর এবং ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপ/হারনউত- এইসব জায়গায় নিয়োগ করা হবে।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা

Continues below advertisement

আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা সমতুল্য কোনও পরীক্ষায় নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। স্বীকৃতিপ্রাপ্ত কোনও বোর্ড থেকে দশম শ্রেণি বা তার সমতুল্য কিছুতে পাশ করতে হবে। এছাড়াও আইটিআই থেকে পাশ (in relevant trade) করতে হবে আবেদনকারীদের। 

আবেদনকারীদের বয়স কত হতে হবে
 
১৫ থেকে ২৪ বছর বয়সীরা এই অ্যাপ্রেন্টিস পদে যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড়ও রয়েছে সংরক্ষিত শ্রেণি এবং নির্দিষ্ট কিছু ক্যাটেগরির প্রার্থীদের জন্য। 

যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে

মেরিট লিস্ট বা মেধা তালিকার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের এই চাকরির জন্য বেছে নেওয়া হবে। এই তালিকা তৈরি হবে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ অ্যাকাডেমিক্সের পারফরম্যান্সের ভিত্তিতে। এছাড়াও থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা। কবে পরীক্ষা হবে এবং তারপরে কবেই বা ইন্টারভিউ হবে সেই সব পরে বিশদে জানানো হবে। 

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত ধার্য করা হয়েছে
 
অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে আবেদনকারীদের। এক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। অন্য কোনও অপশন থাকলে তার মাধ্যমেও দেওয়া যাবে টাকা। সংরক্ষিত শ্রেণি অর্থাৎ তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলাদের ক্ষেত্রে কোনও অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়নি। 
 
কীভাবে আবেদন করতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা
 
ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ rrcer.gov.in - এখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারবেন আবেদনকারীরা। অন্য কোনও ভাবে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিলে তা গ্রাহ্য করা হবে না। উল্লিখিত ওয়েবসাইটেই এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য পাবেন আবেদনকারীরা।  
 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola