নয়াদিল্লি: রোহিত শর্মা ( Rohit Sharma) ও বিরাট কোহলি ((Virat Kohli), ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। দুইজনেই আইপিএলের পর থেকে দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে রয়েছেন। অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডেতে তাঁদের জাতীয় দলে ফিরতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। তবে তার আগেই প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে দেখা যেতে পারে রোহিতদের।

Hindustan Times-র রিপোর্ট অনুযায়ী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অজিভূমে ওয়ান ডে সিরিজ়ের আগে রোহিতদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় 'এ' দলের (IND A vs AUS A) হয়ে ওয়ান ডে সিরিজ়ে খেলতে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। কানপুরে এই তিন ম্যাচের সিরিজ় খেলা হবে। সেপ্টম্বরের ৩০ থেকে অক্টোবরের ৫ তারিখ অবধি চলা এই সিরিজ়ের মাধ্য়মে দুই তারকাদ্বয়ের ম্যাচ ফিটনেস প্রমাণিত হবে।

দুই ভারতীয় তারকা খবর অনুযায়ী ইতিমধ্যে নিজেদের ফিটনেস প্রমাণ করেছেন। রোহিত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে নিজের ফিটনেস প্মাণ করেছেন। বিরাট কোহলির বর্তমান কাজ রে ফেলেন লন্ডনে। সেখানে লর্ডসে কোহলি নিজের ফিটনেস পরীক্ষা দিয়ে, তা পাশও করেছেন বলে খবর।তবে ভারতীয় দলের হয়ে মাঠে নামার জন্য ওই পরীক্ষার পরেও কোন একসময় সেন্টার অফ এক্সিলেন্সে এসেই নিজের ফিটনেস প্রমাণ করতে হতে পারে। তাঁর ফিটনেসের দিকে কড়া নজর রাখছে বিসিসিআই।

পাশাপাশি একই রিপোর্টে দাবি করা হয় রোহিত শর্মাকে ভারতীয় ওয়ান ডে দলে নির্বাচিত করা হলেও তাঁর কাঁধ থেকে নেতৃত্বের দায়ভার সরতে পারে। দীর্ঘদিনের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। রোহিত ও বিরাট দুই ফর্ম্য়াট অবসর নিলেও তাঁরা উভয়েই সর্বসমক্ষে ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলার জন্য আগ্রহী বলে আগেই জানিয়েছিলেন। কিন্ত বারংবার তারকাদ্বয়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। শেষমেশ তাঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম স্কোয়াডে সুযোগ পান কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে। 

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া 'এ'-র বিরুদ্ধে এখনও ওয়ান ডে সিরিজ়ের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়নি। তবে লাল বলের সিরিজ়ের জন্য দল ঘোষণা করা হয়ে গিয়েছে। শ্রেয়স আইয়ারকে এই দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে। দুই ম্যাচের শেষেরটিতে কেএল রাহুল, মহম্মদ সিরাজও খেলবেন বলে জানিয়েছে বিসিসিআই। এছাড়াও ইংল্যান্ড সফরে ভারতীয় দলের অঙ্গ প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল, অভিমন্য়ু ঈশ্বরণরাও এই দলে রয়েছেন। তবে দলে রুতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খানদের জায়গা হয়নি।