মুম্বই: মাঠে তাঁর আগ্রাসন ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা আকর্ষণ। তাঁর মতো আগ্রাসী শরীরী ভাষা, লড়কে লেঙ্গে মনোভাব আধুনিক ক্রিকেটে হাতে গোনা কয়েকজনেরই রয়েছে। সেই বিরাট কোহলির (Virat Kohli) আবেগ ও মাঠের উচ্ছ্বাস নিয়ে এবার মজার মন্তব্য করলেন মহম্মদ শামি (Mohammed Shami)।


গত বিশ্বকাপে বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন শামি। ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। তবে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে রয়েছেন। গোড়ালির চোটে কাবু ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলা পেসার। শামি যে গোড়ালির চোটে ভুগছেন, সেই খবর প্রথম জানিয়েছিল এবিপি লাইভ বাংলা। মুম্বইয়ে চিকিৎসা শুরু হয়েছিল তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে খেলতে পারছেন না তিনি। আপাতত রিহ্যাব চলছে শামির।


তার মাঝেই এক অনুষ্ঠানে শামি বলেন, 'বিরাট কোহলিকে দেখুন। উইকেট ও নেয় না। তবে বোলারদের চেয়েও বেশি সেলিব্রেশন করে। আমি একবার তো ওকে বলেওছিলাম যে, ভালই হয়েছে তুই বোলার নস। ও খুব মজা পায়। আসলে এটা ওর খেলার ধরন। এই ব্যাপারটা ওক চরিত্রের সঙ্গে জড়িয়ে গিয়েছে। ও যদি নিজেকে সংযত করার চেষ্টাও করে, পারবে না।' এখানেই না থেমে শামি বলেছেন, 'ও নিজেও লজ্জা পেয়ে যায়। ওকে পরে যদি কেউ জিজ্ঞেস করে, কী হয়েছিল, ভীষণ লজ্জা পায়। একদিন ওকে একটা ছবি পাঠিয়ে জিজ্ঞেস করি, এটা কী ছিল? উইকেটের এত ওপর লাফ মেরেছিল। আমি ওকে বলি, এটা কী? উইকেট তো আমি পেয়েছিলাম। আমাকে বলেছিল, ছাড়ো, ভুলে যাও।'


ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন আগেই। এবার শোনা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগামী দুটো ম্য়াচেও হয়তো খেলবেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি। আন্দাজ করা গিয়েছিল যে স্ত্রী অনুষ্কা সন্তানসম্ভবা হওয়ায় হয়ত ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। পরে সেই সম্ভাবনা উসকে দেন এ বি ডিভিলিয়ার্স। জানান যে, দ্বিতীয় সন্তান আসতে চলেছে কোহলি পরিবারে। এবার শোনা যাচ্ছে যে, পরের দুটো টেস্টেও পাওয়া যাবে না প্রাক্তন ভারত অধিনায়ককে। ধর্মশালায় শেষ টেস্টেও কোহলিকে পাওয়ার সম্ভাবনা কম বলেই জানা গিয়েছে। এর আগে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, 'নির্বাচকেরা বলতে পারবেন বিরাটকে পরের ম্যাচে পাওয়া যাবে কি না। ওর সঙ্গে কথা বলা হবে। ২-১ দিনের মধ্যে দল নির্বাচন করা হবে।'


আরও পড়ুন: মৃত্যুর পরেও ভারতীয় ক্রিকেটকে উপহার দিয়ে চলেছেন সচিনের কোচ! যশস্বীর সাফল্যের কাহিনি



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।