ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: দক্ষিণ কলকাতার নামী ইংরেজি মাধ্যম স্কুলের কর্তা গ্রেফতার (Kolkata School News)। স্কুলফান্ডের ১০ কোটি টাকা লোপাটের অভিযোগ গ্রেফতার করা হল কৃষ্ণা দামানিকে।


টাকা লোপাটের অভিযোগে গ্রেফতার স্কুলের কর্তা: শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যার সঙ্গে জড়িয়েছে আর্থিক তছরুপের মতো অভিযোগও। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দফতরের একাধিক কর্তা। আর এবার টাকা লোপাটের অভিযোগ এই শহরেরই এক ইংরেজি মাধ্যম স্কুলে। স্কুলেই ফান্ড থেকে টাকা লোপাটের অভিযোগ উঠল সংশ্লিষ্ট স্কুলের কর্তা কৃষ্ণা দামানির বিরুদ্ধে। গতকাল হেয়ার স্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে আরএন মুখার্জি রোডের অফিস থেকে তাঁকে গ্রেফতার করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ (Hare Street Police)। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই স্কুলের আরএন মুখার্জি রোডের অফিস থেকেই বোনা হয়েছিল দুর্নীতির জাল। 


এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত সপ্তাহে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে বিস্ফোরক দাবি করেছে সিবিআই। গত সপ্তাহে আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেছিলেন, ‘আড়ালে থেকে দুর্নীতিতে কলকাঠি নেড়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। সিবিআইয়ের কাছে সেই তথ্য় প্রমাণ রয়েছে। তদন্তে দেখা যাচ্ছে, গোটা নিয়োগ দুর্নীতির ছবিতেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।’’ CBI-এর আইনজীবী আদালতে আরও বলেন, শিক্ষা সমাজ গড়ে তোলে। একজন চিকিৎসক ভুল করলে, তাতে রোগীর ক্ষতি হয়। কিন্তু, যাঁরা অযোগ্য় চাকরিপ্রার্থীদের শিক্ষক বানিয়েছে, তাতে গোটা সমাজের ক্ষতি।’’


শনিবার, আলিপুরের CBI আদালতে, ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী। তিনি বলেছিলেন, 'তদন্ত শেষ হয়ে গেছে। পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম FIR-এ ছিল না। বিচার কবে হবে, তার ঠিক নেই। পার্থ চট্টোপাধ্য়ায়কে আটকে রাখা হয়েছে।  তদন্ত যখন শেষ, তখন কেন হেফাজতে রাখা হবে? যে কোনও শর্তে অন্তর্বর্তী জামিন দেওয়া হোক।'' CBI-এর তরফে আদালতে অভিযোগ করা হয়েছিল, “যাঁরা পার্থ চট্টোপাধ্য়ায় ও নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষা দফতরের কর্তাদের অপরাধে সাহায্য় করত না, বাধা দিত, তাঁদের হুমকি দেওয়া হত। গালিগালাজ করা হত। এমনকী পদত্যাগ করতে বাধ্য় করা হত।'' দুপক্ষের সওয়াল জবাব শেষে পার্থ চট্টোপাধ্য়ায়কে ১৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Kolkata News: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, প্রবাসী বাঙালিকে মারধরের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত