মুম্বই: কোনও ক্রিকেটারকে নিয়ে আবেগের এরকম বিস্ফোরণ কখনও দেখা গিয়েছে বলে কারওরই মনে পড়ে না। যা হতো তিনি মাঠে নামলেই। হতো কেন, এখনও হয়। তাঁকে ভিআইপি বক্সে বসে থাকাকালীন টিভি ক্যামেরায় ধরলেও মাঠের গর্জনে কান পাতা দায় হয়ে যায়।
স্যাচিন... স্যাচিন...
তিনি, সচিন রমেশ তেন্ডুলকর (Sachin Tendulkar)। ক্রিকেট মাঠের কিংবদন্তি। আর মাঠের বাইরে মাটির মানুষ। যতদিন ক্রিকেট খেলেছেন, এক অদ্ভুত অভিজ্ঞতার অংশীদার হয়েছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। ওয়ান ডে কেরিয়ারের বেশিরভাগ সময়ই খেলেছেন ওপেনার হিসাবে। তবে টেস্টে তিনি ব্যাট করতে নামতেন চার নম্বরে। ভারতের (Team India) দুটি উইকেটের পতনের পর। আর তিনি যখন মাঠে প্রবেশ করতেন, গোটা গ্যালারি গর্জন করে উঠত। স্যাচিন... স্যাচিন... বোঝা দায় হয়ে যেত, ভারত কোনও উইকেট হারিয়েছে। এ যে জয়োল্লাস!
কিন্তু এই স্যাচিন... স্যাচিন... স্লোগান শুরু হয়েছিল কীভাবে। একটি সাক্ষাৎকারে সে কথা ফাঁস করেছেন মাস্টার ব্লাস্টার স্বয়ং। জানিয়েছেন, কীভাবে উৎপত্তি হয়েছিল বিশ্ববিখ্যাত স্লোগানের। সচিন বলেছেন, ‘শুরুটা করেছিলেন আমার মা। তখন আমি খুব ছোট। বছর পাঁচ-ছয় বয়স। আমাদের কমপ্লেক্সের সামনে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতাম। হুঁশই থাকত না যে, কখন সন্ধে নেমে গিয়েছে। সাড়ে সাতটা বাজলেই মা বেরিয়ে আসতেন। তারপর চিৎকার করতেন, স্যাচিন... স্যাচিন...। মা চাইতেন আমি বাড়ি ঢুকে যাই সন্ধে নামার আগে। আর আমি কিছুতেই খেলার মাঠ ছেড়ে বেরতে চাইতাম না। মনে হতো বন্ধুদের সঙ্গে আরও কিছুটা সময় কাটাই।’
তবে মজা করে এই কাহিনি শোনানের পর সচিন যোগ করেছেন, ‘মাঠে আমাকে দেখে যেটা হয়, সেটা ঈশ্বরের আশীর্বাদ। মাঠের আবহটা অবিশ্বাস্য হয়ে যায়।’
২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ার। সচিন খেলেছেন ২০০টি টেস্ট ম্যাচ, ৪৬৩টি ওয়ান ডে ম্যাচ। একটি টি-টোয়েন্টিও খেলেছেন সচিন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরি। ওয়ান ডে ক্রিকেটে ৪৯ সেঞ্চুরি। টেস্টে ৫১টি। ওয়ান ডে ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা কয়েক মাস আগেও বিশ্বরেকর্ড ছিল। তবে গত বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। কোহলির ঝুলিতে রয়েছে ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি। সচিন নিজে মনে করেন, তাঁর একশো সেঞ্চুরির রেকর্ড কেউ ভাঙলে সেটা পারেন কোহলিই।
আরও পড়ুন: Avishek Das: ফাইনালে ভারতের স্বপ্নভঙ্গ ঘটানো বাঙালি ক্রিকেটার ৪ বছর মাঠের বাইরে! ২২ গজে ফিরবেন কবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে