মুম্বই: যুবরাজ সিংহ (Yuvraj Singh) ও হ্যাজল কিচের ঘর আলো করে এল কন্যাসন্তান। শুক্রবার সুখবর দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। 


যুবরাজ সিংহগ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন শুক্রবার। সেই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সদ্যোজাতকে কোলে নিয়ে দুধ খাওয়াতে। পাশে বসে রয়েছেন স্ত্রী হ্যাজল কিচ। তাঁর কোলে প্রথম সন্তান। যুবরাজের হাতে ফিডিং বোতল। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'ঘুমহীন রাত এখন আরও আনন্দের হয়েছে। আমরা আমাদের ছোট্ট রাজকুমারীকে স্বাগত জানাচ্ছি। আমাদের পরিবার সম্পূর্ণ হল'।


মেয়ের কী নাম রেখেছেন, সেটাও জানিয়েছেন যুবরাজ। জানিয়েছেন, কন্যাসন্তানের নাম রেখেছেন অরা।


 






 


২০১১ সালে দেশের মাটিতে ভারতের ওয়ান ডে বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ। মহেন্দ্র সিংহ ধোনির হাতে ট্রফি ওঠার নেপথ্যে প্রধান কারিগর ছিলেন যুবি। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের সম্মানও পেয়েছিলেন। গত বছরই যুবরাজ ও হ্যাজেল কিচ স্বাগত জানিয়েছিলেন তাঁদের প্রথম সন্তানকে। পুত্র সন্তানের বাবা-মা হয়েছিল এই তারকা জুটি। এক বছর যেতে না যেতেই ফের খুশির খবর। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দ্বিতীয় সন্তানের আসার খবর দিলেন প্রাক্তন ভারতীয় তারকা ব্যাটার। কন্যা সন্তান হওয়ার সুখবর দিয়েছেন যুবরাজ।


যুবরাজ সুখবর জানানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনবার্তার ঝড়। যুবরাজ সিংহের ভক্ত ও অনুরাগীরা অভিনন্দন জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, 'অভিনন্দন! খুশি থাকুন!' আর একজন লিখেছেন, 'ঈশ্বর আপনার পরিবারের মঙ্গল করুন'। তৃতীয় আর একজন লিখেছেন, 'খুবই আনন্দের খবর।'


ক্রিকেট থেকে শুরু করে বিনোদন জগৎ, অভিনন্দনবার্তায় ভরিয়েছেন তারকারাও। রিচা চাড্ডা, হরভজন সিংহ থেকে শুরু করে মুনাফ পটেল, অঙ্গদ বেদী, অভিনন্দন জানিয়েছেন তারকা যুগলকে।                                                                        


আরও পড়ুন: কোহলি-গেলদের খেলে যাওয়া মাঠে নেশার আসর! কাঠগড়ায় ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial