মুম্বই: চতুর্থ লকডাউনের মধ্যেই হয়তো ২২ গজে অনুশীলনে ফিরতে পারেন ভারতীয় ক্রিকেটারেরা। অনুমতি পেলে শীঘ্রই অনুশীলন শুরু করতে চায় বিসিসিআই। তবে, ১৮ মে লকডাউন সম্পর্কে কেন্দ্রের নির্দেশাবলী জানার পরই কীভাবে প্র্যাক্টিস, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

খাঁ খাঁ স্টেডিয়াম। নিঃসঙ্গ ২২ গজ। করোনা-সঙ্কটের জেরে প্রায় দু-মাস গৃহবন্দি ক্রিকেটারেরা। লকডাউনের কারণে মাঠে গিয়ে অনুশীলনও অসম্ভব। ১৮ মে থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে চতুর্থ দফার লকডাউন। আর, চতুর্থ লকডাউনের মধ্যেই বিরাট-রোহিতদের অনুশীলনে ফেরাতে ইচ্ছুক বিসিসিআই। তবে, কীভাবে চলবে অনুশীলন, তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে।

বোর্ডের কোষাধ্যক্ষ অরুন ধূমল বলেছেন, ‘কীভাবে ক্রিকেটারেরা ট্রেনিং শুরু করবেন, তা নিয়ে চলছে বিকল্পের খোঁজ। ১৮ মে সরকারি গাইডলাইন প্রকাশের অপেক্ষায় রয়েছি আমরা।’

ধূমল আরও জানিয়েছেন, ক্রিকেটারদের অনুশীলন শুরুর ব্যাপারে নিয়মিত কেন্দ্রের সঙ্গে কথা বলছে বোর্ড। এরমধ্যে অবশ্য বিসিসিআইয়ের নির্দেশাবলী মেনে নিজেদের বাড়িতেই ফিটনেস ট্রেনিং করছেন ক্রিকেটারেরা। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মধ্যে উত্তরপ্রদেশে নিজের ফার্ম হাউস-সংলগ্ন বিশাল মাঠে নিয়মিত ট্রেনিং করছেন মহম্মদ শামি। কিন্তু, দলের অন্যান্য ক্রিকেটারেরা নিজেদের শহরে নিজেদের বাড়িতেই রয়েছেন। তাঁদের যে যেভাবে সম্ভব নিজেদের ফিট রাখার চেষ্টা করছেন। তবে, দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এই অবস্থায় এখন কোথাও যে ক্যাম্প করার কোনও সুযোগ নেই, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড।