নয়াদিল্লি: এই মাসে ভারতের দু’টি বিশ্বকাপ (( বাছাই পর্বের ম্যাচের জন্য সম্ভাব্য দল ঘোষণা করলেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ। ২৮ জনের এই সম্ভাব্য দল থেকেই এই দুই ম্যাচের জন্য চূড়ান্ত দল বেছে নেওয়া হবে। ২০২৬-এর বিশ্বকাপ ও ২০২৭-এর এশিয়ান কাপের বাছাই পর্বের এই ম্যাচগুলি হবে আগামী ১৬ ও ২১ নভেম্বর।
এশীয় বাছাই পর্বের গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত। তাদের প্রথম ম্যাচটি হবে কুয়েত সিটিতে জাবের আল আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এই ম্যাচের পরে ভারতীয় দল দেশে ফিরে আসবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কাতারের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য। এই দুই ম্যাচের জন্য ভারতীয় দলের প্রস্তুতি শিবির হবে দুবাইয়ে ৮ নভেম্বর থেকে। এই শিবিরে সম্ভাব্য দলের ফুটবলারদের ডাকা হয়েছে। এই সম্ভাব্য দলে আইএসএল-এ অংশগ্রহনকারী কলকাতার দুই ক্লাবের মোট দশজন ফুটবলার রয়েছেন। মোহনবাগান এসজি-র সাতজন ও ইস্টবেঙ্গলের তিনজন।
সম্বাব্য দলে রয়েছেন, গোলকিপার: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু ও বিশাল কয়েথ; ডিফেন্ডার: আকাশ মিশ্র, লালচুঙনুঙ্গা, মেহতাব সিং, নিখিল পূজারি, রাহুল ভেকে, রোশন সিং নাওরেম, সন্দেশ ঝিঙ্গন, শুভাশিস বোস; মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, গ্ল্যান মার্টিন্স, লালেঙমাউইয়া, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দকুমার শেখর, রোহিত কুমার, সহাল আব্দুল সামাদ, সুরেশ ওয়াংজাম, উদান্ত সিং; ফরোয়ার্ড: ইশান পন্ডিতা, লালিয়ানজুয়ালা ছাঙতে, মনবীর সিং, রাহুল কেপি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।
এ বারের বাছাই পর্বে ভারতের গ্রুপে তাদের চেয়ে ক্রমতালিকায় ওপরে থাকা একমাত্র দল কাতার। বাকি দু’টি দল ক্রমতালিকায় তাদের চেয়ে নীচে রয়েছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল তৃতীয় রাউন্ডে উঠবে। ফলে ভারতের তৃতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা রয়েছে। বাছাই পর্বে ভারতের লড়াই শুরু হবে দ্বিতীয় রাউন্ড থেকে যেখানে মোট ৩৬টি দলকে ৯টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকবে চারটি দল। যেমন ‘এ’ গ্রুপে আছে কাতার, কুয়েত, ভারত এবং আফগানিস্তান। প্রতি দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ছ’টি করে ম্যাচ খেলার পর প্রতি গ্রুপের সেরা দু’টি দল পৌঁছবে তৃতীয় রাউন্ডে। ভারত সেরা দুইয়ের মধ্যে থাকতে পারলে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে পারবে।
গতবার ‘ই’ গ্রুপে থাকা ভারত আটটির মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছিল ও চারটিতে ড্র করেছিল। তারা ছিল গ্রুপের তিন নম্বরে। ফলে তৃতীয় রাউন্ডে উঠতে পারেনি। এ বার নভেম্বরের এই দুই ম্যাচের পর আগামী বছর মার্চে (২১ ও ২৬) ভারত টানা দু’বার আফগানিস্তানের মুখোমুখি হবে। জুনে (৬ ও ১১) কুয়েত ও কাতারের সঙ্গে আবার দেখা হবে তাদের। তথ্য় সংগ্রহ: আইএসএল
Indian Football: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দুটো ম্যাচের জন্য ২৮ সদস্যের ভারতীয় ফুটবল দল ঘোষণা
ABP Ananda
Updated at:
04 Nov 2023 12:00 AM (IST)
Edited By: Goutam Roy
FIFA World Cup Qualifiers: ভারতীয় দল দেশে ফিরে আসবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কাতারের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য। এই দুই ম্যাচের জন্য ভারতীয় দলের প্রস্তুতি শিবির হবে দুবাইয়ে।
ভারতীয় ফুটবল দল
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
03 Nov 2023 11:58 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -