কলকাতা: জাতীয় দলের খেলা থাকায় জামাই ষষ্ঠীতে যেতে পারেননি শ্বশুরবাড়ি। ভারতকে (Indian Football Team) এশিয়ান কাপের (Asian Cup) মূলপর্বে তুলেই শ্বশুরবাড়ি গেলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chetri)। জামাই আদরে বরণ করা হল তাঁকে। দেরিতে হলেও এদিন জামাইষষ্ঠী পালিত হল সুব্রত ভট্টাচার্যর গল্ফগ্রিনের বাড়িতে। যুবভারতীতে পরপর দুর্দান্ত গোল করার পর আজ একেবারে ফুরফুরে মেজাজে সুনীল ছেত্রী। এদিনই শহর ছাড়লেন তিনি।


তিনি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। তাই শরীর সচেতন সুনীল নিজের ফিটনেস নিয়ে ভীষণ সিরিয়াস। তাই আমিষ খাবার একদমই তিনি খান না। তাই প্রিয় জামাইয়ের জন্য ছিল পুরোপুরি নিরামিশাষী খাবার। পোস্তর বড়া, ভাজা, পোলাও, ধোঁকার ডালনা, আলু ফুলকপির পদ, বেগুনি, ছানার কোপ্তা ছিল মেনুতে।


একই জামাই, তার ওপর আবার দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। সুনীলের বাড়িতে আসা, তাঁকে আমন্ত্রণ জানানো সবেতেই ছিল রাজকীয় আয়োজন। দরজার সামনে দুধ-আলতার পাত্রে পা চুবিয়ে ঘরের চৌকাঠ পার করেন সুনীল। ছিলেন স্ত্রী সোনম ও সস্ত্রীক সুব্রত ভট্টাচার্য। 


আগের ম্যাচে, হংকংয়ের বিরুদ্ধে গোল করে কিংবদন্তি হাঙ্গেরির ফরওয়ার্ড ফ্রাঙ্ক পুসকাসের আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করে ফেললেন ভারতীয় দলের অধিনায়ক। তাঁর সামনে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১১৭ গোল), আলি দাই (১০৯ গোল), মোক্তার দাহারি (৮৯ গোল) ও লিওনেল মেসি (৮৬ গোল)। আন্তর্জাতিক ফুটবলে যাঁরা এই মুহূর্তে খেলছেন, তাঁদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন সুনীল।


গত মঙ্গলবার বৃষ্টিভেজা যুবভারতী স্টেডিয়ামে ঝড় তুলেছিলেন ভারতীয় ফুটবলাররা। হংকংকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের দাপট দেখায় ভারতীয় দল। ম্যাচের আগেই জানা হয়ে গিয়েছিল যে, এএফসি এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা পেয়ে গিয়েছে ভারত। তারপরেও হংকংকে বিধ্বস্ত করে মাঠ ছাড়েন সুনীল ছেত্রীরা।


আরও পড়ুন: আজকের দিনেই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত