কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তাঁর সুসম্পর্ক। কোহলির ডাকে সাড়া দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্র্যাক্টিসে হাজির হয়ে গিয়েছিলেন তিনি। এবার কোহলির পথে হেঁটেই জাতীয় দল থেকে সাময়িক ছুটি চাইলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)।
স্ত্রী সোনম সন্তানসম্ভবা। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চান সুনীল। তাই আসন্ন কিংস কাপ টুর্নামেন্টের দলে তাঁকে না রাখার অনুরোধ করলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।
অস্ট্রেলিয়া সফরের সময় টেস্ট সিরিজ চলাকালীন দেশে ফিরে এসেছিলেন কোহলি। সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কার পাশে থাকবেন বলে। তার আগে প্রথম টেস্টে লজ্জাজনক হার হজম করতে হয়েছিল ভারতীয় দলকে। সেই পরিস্থিতিতে অধিনায়ক ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসায় প্রবল বিতর্ক হয়েছিল। সেই সিরিজের বাকি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্ক রাহানে। প্রথম টেস্চে পরাজয়ের কলঙ্ক ভুলে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল ভারত। কিন্তু কোহলিকে রেয়াত করা হয়নি। নেটিজেনরা চূড়ান্ত আক্রমণ শানিয়েছিলেন তাঁর দিকে।
সুনীলও সেই পথেই হাঁটলেন। আগামী মাসে কিংস কাপ খেলতে তাইল্যান্ডে উড়ে যাওয়ার কথা ভারতীয় ফুটবল দলের। ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট। তবে তাইল্যান্ডের ফুটবল সংস্থা এখনও টুর্নামেন্টের ড্র এবং আয়োজক শহরের নাম জানায়নি।
তাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা কিংস কাপ টুর্নামেন্ট থেকে নিজের নাম তুলে নিচ্ছেন সুনীল ছেত্রী। তিনি জানিয়েছেন, ভারতের ফুটবল কোচ ইগর স্তিমাচকে তিনি অনুরোধ করবেন, তাঁকে যেন কিংস কাপের দলে না রাখা হয়। কারণ ওই সময় তাঁদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। কয়েকদিন আগে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ভাল বাবা হতে চান। নিজের বাবার থেকেও পরামর্শ নিচ্ছেন এবং প্রচুর বই পড়ছেন বলেও জানিয়েছিলেন।
তবে সুনীল এশিয়ান গেমসে খেলবেন। তিনজন সিনিয়র ফুটবলারের মধ্যে তাঁর নাম আছে। ইন্টারকন্টিনেন্টাল কাপে ভানুয়াটুর বিরুদ্ধে গোল করার পরই প্রথমে মাঠের ইঙ্গিতে, পরে সরাসরি বাবা হওয়ার খবর দিয়েছিলেন সুনীল। জানিয়েছিলেন, তাঁর স্ত্রী সোনম সন্তানসম্ভবা।