নয়াদিল্লি: সুব্রত পালের ডোপিং কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে জাতীয় ডোপ-বিরোধী সংস্থার (নাডা) নির্দেশে ভারতীয় ফুটবল দলের ডাক্তার শ্রীজিৎ কমলকে বরখাস্ত করল এআইএফএফ। কমলের বদলে নতুন ডাক্তার হিসেবে নিয়োগ করা হয়েছে পুনীত কেনচাপ্পা গিরিয়াপ্পাকে।

এআইএফএফ-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এ মাসের ১৯ তারিখ থেকে কাতারে ২০১৮ এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বের খেলা শুরু হতে চলেছে। তার আগে ডোপ-বিরোধী নিয়ম মেনে চলার জন্যই নাডার নির্দেশে কমলকে সরিয়ে নতুন ডাক্তার নিয়োগ করা হল। দোহায় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন পুনীত।