কলকাতা: ভারতের নতুন বোলিং পরামর্শদাতা জাহির খানের সঙ্গে বছরে ১৫০ দিন কাজ করার চুক্তি হয়েছে বিসিসিআই-এর। আজ এমনই জানালেন ক্রিকেট পরামর্শদাতা কমিটির অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়।


বিসিসিআই গতকালই জানিয়ে দিয়েছে, বোলিং কোচ নন, নির্বাচিত বিদেশ সফরে ভারতীয় দলের বোলিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে জাহিরকে। তিনি বছরে ১০০ দিনের বেশি ভারতীয় দলের সঙ্গে থাকতে রাজি হচ্ছিলেন না। কিন্তু ক্রিকেট পরামর্শদাতা কমিটির সদস্যরা জোর করায় ১৫০ দিনের চুক্তি হয়েছে।

ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর নাম ঘোষণা নিয়ে বিস্তর নাটক হয়েছে। তবে তাতেও বিতর্কের শেষ হয়নি। শোনা যাচ্ছে, বোলিং কোচ হিসেবে ভরত অরুণকে চাইছেন শাস্ত্রী। জাহিরের নিয়োগ নিয়ে তিনি খুশি নন। কোচ বাছাই নিয়ে সমালোচনার জেরে প্রশাসক কমিটিকে চিঠি দিয়েছে ক্রিকেট পরামর্শদাতা কমিটি। সৌরভরা জানিয়েছেন, ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও শাস্ত্রীর সঙ্গে কথা বলেই বোলিং পরামর্শদাতা হিসেবে জাহির এবং ব্যাটিং পরামর্শদাতা হিসেবে রাহুল দ্রাবিড়কে নিয়োগ করা হয়েছে। তারপরেও সমালোচনা হওয়ায় তাঁরা ব্যথিত।