নয়াদিল্লি: আজ শনিবার, ২ সেপ্টেম্বর ভারতীয় ফুটবল ফেডারেশনের (Indian Football Federation) তরফে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এএফসি এশিয়ান কাপের যুগ্ম যোগ্যতা অর্জন পর্বের (World Cup Qualifiers 2026) রাউন্ড ২-এর প্রথম দু'টি ম্যাচের ভেন্যু ঘোষণা করে দিল। ভুবনেশ্বর ও গুয়াহাটিতে আয়োজিত হবে এই যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচ দুইটি।


ভারতীয় দল যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ 'এ'-তে রয়েছে। কাতার, কুয়েত, যুগ্ম যোগ্যতা অর্জন পর্বের রাউন্ড ১-এ আফগানিস্তান ও মঙ্গোলিয়া ম্যাচে যে জয়ী হবে তারা ভারতের সঙ্গে গ্রুপ 'এ'-তে থাকবে। ভারতীয় দল ১৬ নভেম্বর কুয়েতের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে নিজেদের যোগ্যতা অর্জন পর্ব শুরু করবে। এরপর গত বারের এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে ২১ নভেম্বর ভুবনেশ্বরে মুখোমুখি হবে ব্লু টাইগার্সরা। এই বছরে আর কোনও ম্যাচ আয়োজিত হবে না।


পরের বছরে আফগানিস্তান বা মঙ্গোলিয়ার বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে পরপর ম্যাচ। ২১ মার্চ অ্যাওয়ে লেগ খেলবে ভারত। ঘরের মাঠে এই ম্যাচের হোম লেগ খেলতে ২৬ মার্চ মাঠে নামবেন গুরপ্রীত সিংহ সান্ধুরা। ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে শাজি প্রভাকরণ ওড়িশা ও অসম ফুটবল ফেডারেশনকে এই দুই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য সফলভাবে বিড করার জন্য শুভেচ্ছা জানান। 


 






শাজি বলেন, 'ওড়িশা ফুটবল অ্যাসোসিয়েশন ও অসম ফুটবল অ্যাসোসিয়েশনকে সফলভাবে হোস্টিং স্বত্বর জন্য বিড করায় অনেক শুভেচ্ছা। ওই রাজ্যের সরকারের সহযোগিতায় বিশ্বমানের দুইটি ম্যাচ আয়োজন করার জন্য ওদের জন্য অনেক শুভকামনা রইল।' প্রসঙ্গত, দুই ম্যাচের ভেন্যু ঘোষণা করা হলেও, ভারত-কুয়েতের হোম ম্যাচ কোথায় আয়োজিত হবে তা পরবর্তীতে আয়োজিত হবে। ৬ জুন এই ম্যাচ আয়োজিত হবে।


বাবা হলেন সুনীল


অপেক্ষার অবসান। বাবা হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তাঁর স্ত্রী সোনম পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বুধবার। পারিবারিক সূত্রে খবর, বেঙ্গালুরুর এক নার্সিংহোমে ভর্তি রয়েছেন সোনম। মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছেন। (Sunil Chhetri Became Father)। বাবা হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক (Indian Captain) সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বুধবার সকাল ১১টা ১১ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন সোনম। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: খেতাব জয়ের থেকে মাত্র একধাপ দূরে ২ দল, কেমন ছিল এবারের ডুরান্ডে ইস্ট, মোহনের পারফরম্যান্স?