নয়াদিল্লি: ভারতীয় গলফে ঐতিহাসিক নজির গড়লেন অনির্বাণ লাহিড়ি (Anirban Lahiri)। বিশ্বে সবথেকে বেশি পুরস্কার মূল্যের প্রতিযোগিতা আমেরিকার প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে রানার্স হয়েছেন তিনি। একটি স্ট্রোকের জন্য সেরার ট্রফি তাঁর হাতছাড়া হয়েছে।


অস্ট্রেলিয়ার ক্যামেরন স্মিথ চ্যাম্পিয়ন হয়েছেন ১৫০ কোটি টাকা পুরস্কারমূল্যের এই প্রতিযোগিতায়।  অনির্বাণ পেয়েছেন প্রায় ১৬ কোটি টাকারও বেশি। আগে এই প্রতিযোগিতায় টাইগার উডস, গ্রেগ নর্ম্যানরা চ্যাম্পিয়ন হয়েছেন।


প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে শেষ রাউন্ডে থ্রি আন্ডার পার ৬৯ স্কোর করেন অনির্বাণ। তাঁর চেয়ে মাত্র একটি শটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছেন ক্যামেরন স্মিথ। ম্যাচের পর ভারতীয় গলফার বলেছেন, 'হন্ডা ক্লাসিক উইকে আমার পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। আমি আমার কোচকে একটা মেসেজ পাঠিয়েছিলাম। লিখেছিলাম, টি অফে ২৯তম, অ্যারাউন্ড দ্য গ্রিনে চতুর্থ, পাটিংয়ে ১৫তম ও অ্যাপ্রোচ দ্য গ্রিনে ১৪৪তম স্থানে রয়েছি। তখনই ঠিক করেছিলাম, আমার লক্ষ্য হবে সেই পারফরম্যান্সে উন্নতি করা। খুব সফল একটা সপ্তাহ গেল।'


গলফ বিশেষজ্ঞ ব্র্যান্ডেল শ্যাম্বেল বলেছেন, 'প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে ক্যামেরন স্মিথ জিতলেও এই সপ্তাহে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছে অনির্বাণ ।'


ভারতীয় গলফার হিসাবে রেকর্ড গড়ার পর অনির্বাণ বলেছেন, 'আমি জিততে চেয়েছিলাম। সাত বছর ধরে এখানে খেলছি। এখনও সীমানা অতিক্রম করতে পারিনি। এই বোঝাটা ঘাড় থেকে নামাতে চাই। তবে আজ সুযোগ ছিল।' যোগ করেছেন, 'অনেক দিন ধরে খারাপ ফর্ম চলতে থাকলে নিজেকে নিজেই প্রশ্ন করতে ইচ্ছে করে, কী হচ্ছে টা কী? কী করছো তুমি? অনেক দিন তুমি ভাল খেলোনি। নিজের দক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়ে যায়। সেটা নিয়েই পরিশ্রম করেছি। নিজের ভুলগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছি।'


কবাডি ম্যাচ চলাকালীন গুলি, নিহত জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক


আরসিবির নেতৃত্বে পেয়েই মাহি বন্দনা, কোথায় মিল ২ জনের, জানালেন ফাফ