রিও ডি জেনেইরো: পুরুষ হকিতে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দিল ভারত৷ শনিবার পুল বি-র ম্যাচে ৩-২ গোলে জিতল শ্রীজেশের দল৷
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সর্দার-উথাপ্পারা৷ ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন ভি রঘুনাথ৷ ২৭ মিনিটে ভারতের হয়ে ব্যবধান বাড়ান রুপিন্দর পাল সিংহ৷ থার্ড কোয়ার্টারে জারমিনের গোলে আয়ারল্যান্ড ব্যবধান কমালেও চতুর্থ কোয়ার্টারে ফের রুপিন্দর সিংহের পেনাল্টি কর্নার থেকে করা গোলে ৩-১ গোলে এগিয়ে যায় ভারত৷ হার্টের গোলে শেষপর্যন্ত আয়ারল্যান্ড ব্যবধান কমালেও শেষপর্যন্ত ৩-২ গোলে জয় পায় অল্টম্যান্সের দল৷
১৯৮০ সালের মস্কো অলিম্পিকের পর আর হকিতে পদক পায়নি ভারত। এবার পদক পেতে মরিয়া অধিনায়ক শ্রীজেশ। সেই লক্ষ্যে শুরুটা ভালই হল ভারতের।
আয়ারল্যান্ডকে হারিয়ে হকিতে শুভ সূচনা ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
06 Aug 2016 03:47 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -