রিও ডি জেনেইরো: পুরুষ হকিতে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দিল ভারত৷ শনিবার পুল বি-র ম্যাচে ৩-২ গোলে জিতল শ্রীজেশের দল৷

 

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সর্দার-উথাপ্পারা৷ ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন ভি রঘুনাথ৷ ২৭ মিনিটে ভারতের হয়ে ব্যবধান বাড়ান রুপিন্দর পাল সিংহ৷ থার্ড কোয়ার্টারে জারমিনের গোলে আয়ারল্যান্ড ব্যবধান কমালেও চতুর্থ কোয়ার্টারে ফের রুপিন্দর সিংহের পেনাল্টি কর্নার থেকে করা গোলে ৩-১ গোলে এগিয়ে যায় ভারত৷ হার্টের গোলে শেষপর্যন্ত আয়ারল্যান্ড ব্যবধান কমালেও শেষপর্যন্ত ৩-২ গোলে জয় পায় অল্টম্যান্সের দল৷

 

১৯৮০ সালের মস্কো অলিম্পিকের পর আর হকিতে পদক পায়নি ভারত। এবার পদক পেতে মরিয়া অধিনায়ক শ্রীজেশ। সেই লক্ষ্যে শুরুটা ভালই হল ভারতের।