রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকে রোয়িংয়ে পুরুষদের সিঙ্গল স্কালসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের দাত্তু বাবান ভোকানাল। শনিবার কোয়ালিফাইং রাউন্ডে তৃতীয় হয়ে শেষ আটে পৌঁছলেন দাত্তু। অন্যদিকে, শুটিংয়ে মহিলাদের ১০মিটার এয়ার রাইফেলে ফাইনাল রাউন্ডে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ভারতের দুই শুটার অয়নিকা পাল ও অপূর্বী চান্দিলা৷

 

এদিন প্রথম হিটে দাত্তু ২,০০০ মিটার রেস শেষ করতে সময় নেন ৭.২১.৬৭ সেকেন্ড। প্রথম স্থানে ছিলেন কিউবার অ্যাঞ্জেল ফোরনিয়ের রডরিগেজ এবং দ্বিতীয় হন মেক্সিকোর হুয়ান কার্লোস কাব্রেরা। প্রথম ৫০০ মিটার পর্যন্ত দ্বিতীয় স্থানে ছিলেন দাত্তু। তবে এরপর তিনি পিছিয়ে পড়েন। যদিও কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়ার পর ভারতীয় সেনাবাহিনীর এই সদস্য আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। তিনি পদক নিয়েই দেশে ফিরতে চাইছেন।

 

শুটিংয়ে ৫১ জনের মধ্যে ৪৭ নম্বরে শেষ করেন অয়নিকা৷ অপূর্বী শেষ করেন ৩৪ নম্বরে৷ কোয়ালিফাইং রাউন্ড থেকে ফাইনাল রাউন্ডে সেরা ৮জন শুটার গিয়েছেন৷